আহমদুর রহমান’র মৃত্যুতে সাংস্কৃতিক দলের শোক 

আজ ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে জামালখান হেমসেন নিবাসী আলহাজ্ব মো. আহমদুর রহমান ১০৮ বছর বয়সে চট্টগ্রামের একটি প্রাইভেট ক্লিনিকে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে যান।

রাত ১০টা ৩০ মিনিটে কদম মোবারক জামে মসজিদে তাঁর ১ম নামাজে যানাজা ও ২য় নামাজে যানাজা চন্দনাইশ পৌরসভার মো. আবু তাহের চৌধুরীর বাড়ি বাদে জুমা বেলা ২টায় যানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সহ সম্পাদক আবু বক্কর সিদ্দিকীর পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইচ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির শ্রমিক সম্পাদক আলহাজ্ব এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, সদস্যসচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নাজিম উদ্দিন চৌধুরী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগর সাবেক সভাপতি এড. আবু তাহের, সভাপতি এড. আবুল হোসাইন সিকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ সভাপতি সাবেক ভিপি সাইফুল আলম, হাফিজুল ইসলাম মজুমদার মিলন, সাংগঠনিক সম্পাদক সনজয় আচার্য্য, সহ সম্পাদক জানে আলম, সদস্য আবদুস শুক্কুর, ওমর আলী রনি প্রমুখ।

নেতৃবৃন্দরা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে জান্নাতুল ফেরদৌস নসীব করার জন্য দোয়া করেন।

মন্তব্য করুন