উষ্ণতার স্পর্শ: শীতার্তদের পাশে Unity Spark -US

শীতের নির্মম প্রকোপে যখন রাতগুলো অসহ্য হয়ে উঠছে, তখন সমাজের শীতার্ত, সুবিধাবঞ্চিত মানুষের জন্য এক টুকরো উষ্ণতা নিয়ে এগিয়ে এসেছে Unity Spark। মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘব করার যে অঙ্গীকার, তার প্রথম পদক্ষেপ হিসেবে আজ সংগঠনের পক্ষ থেকে একটি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আজ সকালে Unity Spark-এর সদস্যরা চট্টগ্রামের একটি সুবিধাবঞ্চিত এলাকার শীতার্ত মানুষের কাছে পৌঁছে যায়। সেখানে শীতের প্রভাব সর্বাধিক ভুক্তভোগীদের মধ্যে রয়েছে প্রবীণ ব্যক্তি, শিশু ও তরুণরা। তাদের পাশে দাঁড়াতে সংগঠনের পক্ষ থেকে বিতরণ করা হয় উন্নত মানের শাল, আরামদায়ক মোজা, এবং শুষ্ক ত্বক রক্ষার জন্য ভেসলিন।

উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাকিবুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ উম্মে হাবিবা রশিদ হিয়া, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মহিবুল হাসান রাফি, এবং সিনিয়র সদস্য সাইরা আরফিন, তাবিব, মাহি ও জিহান।

এ আয়োজনের মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত মানুষের মুখে এক চিলতে হাসি ফোটাতে পেরে Unity Spark-এর সদস্যরা নিজেদের কাজকে সার্থক মনে করেছে। প্রতিটি কৃতজ্ঞতা ভরা দৃষ্টি এবং প্রশান্তির হাসি সংগঠনের সদস্যদের অনুপ্রেরণার প্রধান উৎস হয়ে উঠেছে।

এই শীতে Unity Spark আরও একটি বড় উদ্যোগ নিতে যাচ্ছে, যেখানে আরও বেশি অসহায় মানুষের কাছে পৌঁছানো হবে। সংগঠনটি প্রতিজ্ঞাবদ্ধ যে, মানবতার পাশে দাঁড়ানোর এই প্রয়াস অব্যাহত থাকবে।

Unity Spark-এর প্রতিষ্ঠাতা রাকিবুল ইসলাম চৌধুরী বলেন, “আমরা বিশ্বাস করি, একটুকরো উষ্ণতা শুধু শরীরকেই নয়, হৃদয়কেও উষ্ণ রাখে। সবাইকে অনুরোধ, আমাদের পাশে থেকে পরিবর্তনের এই যাত্রায় অংশীদার হোন।”

মন্তব্য করুন