
নতুন বাংলাদেশের অঙ্গীকার: সৎ ও দক্ষ ইঞ্জিনিয়ার স্লোগানে চট্টগ্রাম মহানগরীতে পালিত হলো ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিউবি)-এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী
ফোরামের চট্টগ্রাম মহানগরী সভাপতি রুহুল আমিন ভুঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফোরামের চট্টগ্রাম মহানগরীর উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর, মুহাম্মদ নজরুল ইসলাম
তিনি বলেন, “ফোরামের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনেক তাৎপর্যপূর্ণ দিবস। এই ফোরামের মাধ্যমে বাংলাদেশে সৎ ও দক্ষ দেশ প্রেমিক প্রকৌশলী তৈরি হচ্ছে, যারা দেশের কল্যাণে মানুষের জন্য মাঠে ময়দানে কাজ করতেছেন। আমি শ্রদ্ধার সাথে স্বরণ করছি
২৪এর স্বাধীনতায় জন্য প্রাণ দেওয়া নয় জন প্রকৌশলী জন্য যাদের অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন, সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মহান আল্লাহর কাছে তাদের রূহের মাগফিরাত কামনা করছি।”
তিনি আরও বলেন, “ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের অপশাসন, জুলুম-নির্যাতন ও গুম-খুন থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে, শান্তিতে-স্বস্তিতে ঘুমাতে পারছেন।
এতে প্রধান বক্তা আইডিইবির অন্তবর্তীকালীন কমিটির যুগ্ম আহ্বায়ক ও ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন বলেন
পতিত স্বৈরাচারের দেশি-বিদেশি দোসররা আবার দেশকে নানা কূটকৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের মানুষ, প্রবাসী ও প্রকৌশলীগন
দেশকে ভঙ্গুর অর্থনীতি থেকে মুক্তি লাভের চেষ্টা করছে।
তিনি দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান এবং প্রকৌশলীদের প্রতি দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফোরামের চট্টগ্রাম মহানগরী সাবেক সভাপতি আবুল কালাম মিঞা, ফোরামের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী ইয়াছিন আহম্মেদ অফিস সম্পাদক
প্রকৌশলী কে.এম ইসহাক
চট্টগ্রাম মহানগরীর
নির্বাহী কমিটির সদস্য
প্রকৌশলী মিজবাহ উদ্দীন
প্রকৌশলী মাইনুদ্দিন হাসান জীবন। চট্টগ্রাম ওয়াসার সাবেক নির্বাহী প্রকৌশলী মীর আবু তাহের,সাদ মূসার গ্রুপের সাবেক জেনারেল ম্যানেজার
প্রকৌশলী জালাল উদ্দীন
প্রকৌশলী নুরুল আলম,প্রকৌশলী আবদুল্লাহ আল মাসুম, প্রকৌশলী ইউনুস ইবনে ফরিদ
প্রকৌশলী নিজাম উদ্দিন হেলালি, প্রকৌশলী আরাফাতুজ্জামান,
প্রকৌশলী আনিসুল ইসলাম মাহামুদ প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, ফোরামের নেতৃবৃন্দ
দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দেশবাসীর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
ক্যাপশনঃ-ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিউবি)-এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রধান অতিথির বক্তব্যে রাখছেন মুহাম্মদ নজরুল ইসলাম।