
চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলিতে আলা হযরত স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (২৮ ডিসেম্বর ২৪) আনোয়ারা ও কর্ণফুলি জোনের পরীক্ষা দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে, পটিয়া জোনের পরীক্ষা কুসুমপুরা হাই স্কুল ও কলেজে এবং কর্ণফুলি (আংশিক) জোনের পরীক্ষা জামিয়া রজভীয়া মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় আনোয়ারা, পটিয়া ও কর্ণফুলি উপজেলার প্রায় ৩০০ টি স্কুল ও মাদ্রাসার ২য় হতে ১০ম শ্রেণির জেনারেল ও নূরাণী শাখার তিন সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় পরিচালক মুহাম্মদ সাদেক আলী আমিরী, পরীক্ষা নিয়ন্ত্রক সিরাজুর রহমান, বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের প্রতিনিধি মোহাম্মদ নেজাম উদ্দিন, প্রবাসী ও শিক্ষানুরাগী জাহাঙ্গীর আলম, আনোয়ারার পরিচালক মুহাম্মদ গোলাম মোস্তফা, উপ-পরিচালক মো: আবুল বশর, কর্ণফুলির পরিচালক হাফেজ মো: ইয়াছিন, পটিয়ার পরিচালক জাকির হোসেন শামীম, ফারিহানুম বিনতে নেজাম, উপপরিচালকবৃন্দ ও সাংবাদিকসহ স্থানীয় প্রতিনিধিগণ প্রমুখ।