
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিয়ে আশা’র সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা’২০২৪, দি এলিনা হোটেল, ৬৫৯/এ ষ্টেশন রোড চট্টগ্রাম এ আজ ৩০ ডিসেম্বর (সোমবার) অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নাজিমুল ইসলাম, পরিচালক (উপসচিব), বিভাগীয় সমাজসেবা কার্যালয়, সমাজসেবা অধিদফতর চট্টগ্রাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহেদুল করিম কচি, সদস্য সচিব, অন্তর্বর্তীকালীন কমিটি, চট্টগ্রাম প্রেস ক্লাব।
সভাপতিত্ব করেন এমএম নফিজ মাহমুদ, ডিভিশনাল ম্যানেজার, আশা চট্টগ্রাম বিভাগ।
উক্ত মতবিনিময় সভায় আশা’র কার্যক্রম উপস্থাপন করেন মোঃ সাইদুল ইসলাম চৌধুরী সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার, আশা চট্টগ্রাম বিভাগ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ নজরুল ইসলাম এডিশনাল ডিভিশনাল ম্যানেজার, আশা চট্টগ্রাম বিভাগ।
উপস্থিত ছিলেন ডিএম, আরএম, এসই ও বিএমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আশা চট্টগ্রাম বিভাগে ১৫৭টি ব্রাঞ্চের মাধ্যমে ৩ লক্ষ ১৮ হাজার সদস্যকে ঋণ সেবা প্রদান করছে যাদের নিকট ঋণ স্থিতি ১ হাজার ৪৮২ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে ২ হাজার ৬০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে।
আশা চট্টগ্রাম বিভাগে ৯০৯টি কেন্দ্রে ২৩৭৩৭ জন শিক্ষার্থী নিয়ে আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কার্যক্রম চালু রয়েছে ।
৫টি স্বাস্থ্য কেন্দ্রে ৯৭৯৭ জন রোগী সেবা গ্রহণ করেন। ২টি ফিজিওথেরাপী সেন্টারের মাধ্যেমে ৮০৮৫জন অপারেশনবিহীন হাঁটু কোমর ঘাড় হাতে ব্যাথা, প্যারালাইসিস, আথ্রাইটিস, ডিস্ক প্রলেপসহ সকল প্রকার জয়েন্টের সমস্যার চিকিৎসা গ্রহণ করেন।
সদস্যের বীমা দাবি পরিশোধ করা হয়েছে ১৯৭৭ জন ৮.৩১ কোটি টাকা, সদস্যকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে ১১ ৯জন ৪ লক্ষ টাকা। সদস্যের মৃত্যুজনিত দাফন কাফনে ৫০০০ টাকা করে ৬১৯ জনকে ৩০ লক্ষ ৯৫ হাজার টাকা সহায়তা প্রদান, ৩৪ জনকে ৫ লক্ষ ১০ হাজার টাকা এককালীন অবসর ভাতা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ২০৬০টি। প্রতিমাসে ৭ জন গরীব মেধাবী ছাত্র/ ছাত্রীকে ২ লক্ষ ৫২ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়াও সরকারী সকল দিবসে আশা’র প্রতিনিধিগণ অংশগ্রহণ করে থাকেন।