
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল সুসম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ১২ জানুয়ারি সন্ধ্যা ৬:৩০টায় চট্টগ্রামের দিদার মার্কেটস্থ সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম মহানগরীর আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
সমাবেশটি পরিচালনা করেন নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন। বৈঠকে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আবু তাহের, সহসভাপতি নজরুল ইসলাম, পরিষদের সেক্রেটারি এডভোকেট হোসেন, নগর জামায়াতের নায়েবে আমীর আ জ ম উবায়েদুল্লাহ, উত্তরজেলা আমীর আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা সেক্রেটারি বদরুল আলম এবং বায়তুলমাল সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নগর এসিস্টেন্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সল মোহাম্মদ ইউনুস। পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন থানার আমীর ও সহযোগী সংগঠনগুলোর সভাপতিরাও উপস্থিত থেকে তাদের বক্তব্য প্রদান করেন।
সমাবেশে নেতৃবৃন্দ ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। বক্তারা মাহফিলের সফল বাস্তবায়নের জন্য কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং সর্বস্তরের দায়িত্বশীলদের সুনির্দিষ্ট ভূমিকা পালনের আহ্বান জানান।
এই বৈঠকের মাধ্যমে চট্টগ্রাম মহানগর জামায়াত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল সুসম্পন্ন করার প্রস্তুতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। মাহফিলকে কেন্দ্র করে নগরের প্রতিটি স্তরের দায়িত্বশীলদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
বৈঠকে নেতারা তাফসীরুল কুরআন মাহফিলকে সফল করার জন্য সুশৃঙ্খল কর্মপরিকল্পনা গ্রহণ এবং জনগণের মাঝে ইসলামের সুমহান বাণী পৌঁছে দেওয়ার আহ্বান জানান। সমাবেশটি চট্টগ্রাম নগরের জামায়াতের দায়িত্বশীলদের মধ্যে উৎসাহ এবং দায়িত্ববোধ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।