উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে পল্লী চিকিৎসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ডাঃ আব্বাস

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন, চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে ডক্টর এসোসিয়েশন অপ বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম মহানগর এর সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আব্বাস উদ্দীন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এতে উপস্থিত ছিলেন সংগঠন এর আহবায়ক মোঃ জাকির হোসেন ভূইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: ছরওয়ার হোছাইন, যুগ্ম আহবায়ক মো: ফোরকান, সদস্য সচিব মোঃ ইব্রাহীম, মোঃ খাইরুল ইসলাম সোহাগ, মোঃ ফারুক উদ্দিন খান, মোঃ মহিউদ্দিন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ ফরিদুল আলম, মোঃ আহমেদ উল্লাহ হারুন, মোঃ ইশান, মোঃ তারিকুল ইসলাম, হাফসা মিম সহ আরো অনেক নেতৃবৃন্দ।

চট্টগ্রাম মহানগর ড্যাব এর সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আব্বাস উদ্দিন বলেন, মানুষ অভ্যাসের দাস। সে যেটা একবার অভ্যাস করে ফেলেন, সেটা ছাড়তে তার কষ্ট হয়। ধূমপানও সে রকম। একবার অভ্যাস হয়ে গেছে, তাই আর ছাড়তে পারছেন না। এমনকি এর ক্ষতিকর বিষয় জেনেও ছাড়তে পারেন না। পল্লী চিকিৎকেরা এ ব্যাপারে ভূমিকা রাখতে পারেন। উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে পল্লী চিকিৎসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। গ্রামের ৮০ ভাগ মানুষকে চিকিৎসা দেন পল্লী চিকিৎসকরা। দীর্ঘ দিনের অভিজ্ঞতায় পল্লী চিকিৎসকরা এখন ভুল করেন না। তারা গুরুতর রোগীদের যথাস্থানে প্রেরণ করতে পারেন।

মন্তব্য করুন