যাত্রীদের ময়লা বাইরে ফেলতে দিবেন না, গাড়িতে রাখতে বলবেন: ডা. শাহাদাত হোসেন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, একজন গাড়ি চালক যখন যাত্রীকে বলবেন, স্যার বোতল টিস্যু বাইরে ফেলিয়েন না। গাড়িতে রাখলে আমি পরে ফেলে দিব। এ একটি কথা যাত্রীকে চিন্তায় ফেলে দিবে। তখন ওই যাত্রী ভাববেন, একজন চালক আমাকে নগর সুন্দরের বিষয়টি সচেতন করার জন্য বলছে। এটা আমার (যাত্রী) জন্য একটি শিক্ষা।

তিনি সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে নগরীর লালদিঘীর পাড়স্থ চসিক লাইব্রেরী মিলনায়তনে চট্টগ্রাম মহানগর সিএনজি চালকদলের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন।

তিনি বলেন, বেশিরভাগ গাড়ি থেকে দেখা যায়, সেখানে থাকা যাত্রীরা তাদের কাছে থাকা প্লাস্টিকের বোতলসহ যেকোনো কিছু বাইরে ফেলে। সেটা সিএনজি, বাস বা রিকশা; যেকোনো যাত্রীরাই এমনটি করে থাকেন। তাই চালকদের একটা বিশাল ভূমিকা রাখতে হবে নগরকে সুন্দর করার কাজে।

নগর সুন্দরে যাত্রীদের সাহস করে কথা বলতে হবে জানিয়ে তিনি আরো বলেন, অনেকেই সাহস করে যাত্রীদের বলতে পারেন না। যদি কোনো চালক যাত্রীদের বলতে পারেন যে, স্যার গাড়ি থেকে বাইরে জিনিস ফেললে শহরটা অসুন্দর হয়ে যাচ্ছে। আপনি নিচে রাখেন আমি (চালক) ফেলবো। আমরা এভাবে জনগণকে সচেতন করতে পারি। আর একজন যাত্রী গাড়িতে ওঠার পর এটা শুনে চিন্তা করবে একজন চালক আমাকে নগর সুন্দরের বিষয়টি সচেতন করার জন্য বলছে।

তিনি বলেন, যদিও অনেক সময় চালকরা কড়াভাবে বলেন। তবে আপনারা যাত্রীদের সুন্দরভাবে বুঝিয়ে বলবেন। কারণ, বোতল প্লাস্টিক থেকে শুরু করে সব ধরনের ময়লা আর্বজনা নালায় যাওয়া মানে জলাবদ্ধতা সৃষ্টি করা। কারণ এসব নালায় পড়ে বলেই জলাবদ্ধতা হয়। বর্ষাকালে জলাবদ্ধতা যখন হবে, তখন কিন্তু এসবের কারণেই হয়ে থাকে।

চসিক মেয়র বলেন, আমরা যদি এখন থেকে সতর্ক না হয় তাহলে বর্ষাকালে গাড়ি চালাতে সমস্যা হবে। আপনাদের (চালক) অনেক সময় উপোস থাকতে হয়। তাই নগরকে সুন্দর ও জলাবদ্ধতার হাত থেকে বাঁচাতে সবাইকে প্রয়োজনীয় ভূমিকা রাখতে হবে।

এসময় তিনি চালকদের ভোটার হওয়ার পরামর্শ দেন।

মহানগর সিএনজি চালক দলের সভাপতি নুর মিয়া মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, মহানগর
স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহিলাদলের আরজুন্নাহার মান্না, চালকদলের সি. সহ সভাপতি মো.জহির, সহ সভাপতি মো. খোকন, মো. কবির, মো. ইদ্রিছ, যুগ্ম সম্পাদক মো. নুর নবী, মো. মানিক, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন প্রমূখ।

মন্তব্য করুন