
আসন্ন চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনে যাতে ফ্যাসিস্ট সরকারের কোন দোসররা পূর্নবাসন হতে না পারে সেজন্য সাধারণ সিএন্ডএফ মালিকদের নিয়ে আগ্রাবাদস্থ সি এন্ড এফ টাওয়ারে সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারী) বিকেলে চট্টগ্রাম বৃহত্তর সিএন্ডএফ এজেন্ট ঐক্য পরিষদের উদ্যোগে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত অবস্থান কর্মসূচিতে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ শরিফ ও নির্বাচন কমিশনার আবু হানিফ একাত্বতা ঘোষণা করেন এবং ফ্যাসিস্ট হাসিনার দোসরদের নির্বাচনে প্রতিরোধ করার জন্য সকলের সহায়তা কামনা করেন। পাশাপাশি বিগত সরকারের দোসররদের ব্যাপারে সচেতন আছেন বলে উল্লেখ করে তারা সবাইকে সজাগ থাকার আহবান জানান।
সিএন্ডএফ ব্যাবসায়ী আবু সালেহ’র সভাপতিত্বে ও রোকন উদ্দিন মাহমুদের পরিচালনায় এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম বঞ্চিত ব্যবসায়ী ফোরামের আহবায়ক এস এম সাইফুল আলম।
এসময় এস এম সাইফুল আলম বলেন, বিগত আওয়ামী লীগ সরকার চট্টগ্রামের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুটতরাজ করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তাই আগামীতে কাস্টমসে যাতে অনিয়ম দুর্নীতি না চলে সেজন্য সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের প্রত্যাখ্যান করতে হবে। স্বৈরাচারের দোসররা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে। হাসিনার দোসররা কারো সহযোগিতায় যদি নির্বাচন করতে আসে তাহলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এতে বক্তব্য রাখেন সিএন্ডএফ ব্যবসায়ী মো. শওকত আলী, মোরশেদুল আলম, শাহ নেওয়াজ রুমি, এস এম ফরিদুল আলম, হাসান মানিক, তাজুল ইসলাম, এস এম খায়রুল আমান, জসিম উদ্দিন, আলমগীর হোসেন, সরওয়ার আলম খান, মোফজ্জল হোসেন মাহফুজ, আবুল কাশেম, কাজী আবুল বশর পান্না, দিদারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সরফরাজ কাদের রাসেল, বোরহান আজাদ, অশোক কুমার বিশ্বাস, দেবাশীষ ভট্টাচার্য, নুরুজ্জামান, রনধীর চৌধুরী, আশীষ মল্লিক, জসিম উদ্দিন, মহিবুর রহমান মিনাল, আহসান হাবিব বিপুল, আব্দুল হাই মাসুম, খাজা নাসিম আহমেদ, খন্দকার লতিফুর রহমান আজিম, হাসান দস্তগীর আজাদ, গোলাম নবী, তৌফিকুল ইসলাম প্রমুখ।