
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, যারা আওয়ামীলীগের রক্তচক্ষু উপেক্ষা করে মিছিল করেছেন, যারা পুলিশের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন, পুলিশের দৌড়ানি খেয়েছেন আমরা তাদের মূল্যায়ন করবো। দুঃসময়ের মিছিলের শেষ ছেলেটিও মূল্যায়ন হবে ইনশাআল্লাহ । আমাদের নেতা তারেক রহমান যে বিশ্বাস নিয়ে আমাদের উপর আস্থা রেখেছেন, যে কাজ গুলো আমাদেরকে দিয়েছেন, সেই কাজ গুলো সফল করতে আমরা আপনাদের সহযোগিতা চাই।
স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের উদ্দেশ্যে বেলায়েত হোসেন বুলু বলেন, আগে আমাদের ছিল প্রকাশ্য শত্রু। এখন আমাদের পিছনে লেগেছে গুপ্ত শত্রু। প্রকাশ্য শত্রুর চেয়ে গুপ্ত শত্রু আরও বেশি ভয়ংকর। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। আপনারা যারা রাজপথে ছিলেন, আপনারা যদি কোন অপরাধের সাথে জড়িত না হন কথা দিচ্ছি আমরা আপনাদের মূল্যায়ন করবো। আমরা দুঃসময়ের একজন কর্মীকেও হারিয়ে যেতে দিবো না।
রবিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ারুল কাফি মুন্না’র সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মুরাদুল আলম মুরাদ এর সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, যারা স্বেচ্ছাসেবক দলকে বুকে ধারণ করে অতীতে রাজপথে ছিল তাদের দ্বারাই আগামীতে সংগঠন সাজানো হবে। যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে আমরা একটি সুন্দর ও গ্রহণযোগ্য কমিটি উপহার দিব। পাশাপাশি দলীয় নীতি আদর্শ বহির্ভূত কর্মকান্ডে যারাই জড়িত থাকবে সে যেই হোক আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে এক মিনিটও দেরি করবো না।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক দিদার হোসেন, জাকির হোসেন,, ইমরান চৌধুরী বাবলু, আব্দুল মান্নান, মফিজ উদ্দিন সুমন, সমবায় বিষয়ক সম্পাদক জাফর হোসেন রনি, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সংস্কৃতি সম্পাদক শফিকুর রহমান রানা, সহ-ক্ষুদ্র জাতিসত্ত্বা সম্পাদক মোহাম্মদ কায়সার, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর কাসেম, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন ফারহান, শহীদুল্লাহ সাগর, মোঃ রুমন, সদস্য মোঃ হোসেন, মাহমুদ রুকন সহ প্রমুখ।