চট্টগ্রামে সুপারিশকৃত কমিটিকে পাশ কাটিয়ে কমিটি গঠনের পাঁয়তারা

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম জেলা শাখার বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কার্যকরী কমিটি (২০২৫-২০২৬) অনুমোদনকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সুপারিশকৃত কমিটিকে বাদ দিয়ে আগের কমিটির বিতর্কিত সদস্য ও রাজনৈতিক সিন্ডিকেটভুক্তদের দিয়ে নতুন কমিটি গঠনের পাঁয়তারা চলছে।

জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির চট্টগ্রাম জেলা শাখার জন্য ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটির সুপারিশ করেছেন। এই কমিটি অনুমোদনের জন্য ইতোমধ্যে ভারপ্রাপ্ত সভাপতির কাছে আবেদন করা হয়েছে।

তবে, এই কমিটিকে রুখে দিতে একদল স্বার্থান্বেষী মহল সক্রিয় হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, এর আগেও হাজারি গলির ঔষধ প্রতিষ্ঠানগুলোতে অবৈধ ও নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের একাধিক অভিযান ব্যর্থ হয়েছে শুধুমাত্র এই ফ্যাসিস্ট চক্রের অপতৎপরতার কারণে।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের দাবি, সুপারিশকৃত কমিটি বাস্তবায়িত হলে ঔষধ শিল্পে নকল ও অবৈধ ঔষধ বিক্রির প্রবণতা বন্ধ হবে এবং সরকারি রাজস্ব আয় বৃদ্ধি পাবে। পক্ষান্তরে, পুরনো কমিটির সদস্যদের দিয়ে গঠিত একটি সিন্ডিকেট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর অবৈধ চাপ সৃষ্টি করে নকল ঔষধ বাজারজাত করার চেষ্টা করছে।

ব্যবসায়ীদের অভিযোগ, এই অসাধু মহল অবৈধ অর্থের বিনিময়ে তাদের মনোনীত কমিটি বাস্তবায়নের শতভাগ চেষ্টায় লিপ্ত রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সুর উঠেছে। সচেতন মহল দ্রুত স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছে।

জে কে এম কর্পোরেশনের স্বত্বাধিকারী সুপারিশকৃত‌ কমিটির সহ সভাপতি পদপ্রার্থী মুহাম্মদ আসগর আলী জানান, আগে যারা কমিটিতে ছিলো এরা আওয়ামীলীগের দোষর। এরাই আবার নিয়ন্ত্রণ করে নতুন কমিটি করার পাঁয়তারা করছে।

মন্তব্য করুন