
আগামী ২০ এবং ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার এবং শুক্রবার শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির ” এর নবনির্মিত মাতৃমন্দিরের ‘প্রতিষ্ঠা বার্ষিকী, মহতী চন্ডীযজ্ঞ ও চন্ডীপাঠের মাধ্যমে ‘পঞ্জিকা বিহিত সময়ানুসারে অনুষ্ঠিত হবে।
ভক্তবৃন্দদের জন্য অন্নপ্রসাদ আয়োজন করা হয়েছে। আপনি সপরিবারে ও সবান্ধবে মাতৃদর্শন, আনন্দ মহতী চন্ডীযজ্ঞ ও পূজোৎসবের প্রতিটি পূণ্যময় পর্বে যোগদান করে অনুষ্ঠানকে সৌন্দর্যমন্ডিত ও স্মরণীয় করে তুলবেন।
ধর্মীয় শ্যামা সঙ্গীত পরিবেশন করবেন- প্রত্যয় বড়ুয়া, বৃহস্পতিবার রাত ৮ টায়। আয়োজনে: ধলঘাট-আহলা মিলন সংঘ।
খবরটি পড়েছেনঃ ২২