চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ডিএইচএ মাল্টিমিডিয়া মেগা ক্রিকেট ফেস্ট 

প্রথমবারের মতো চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ডিএইচএ মাল্টিমিডিয়া মেগা ক্রিকেট ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত হয়।

নগরীর বাহির সিগনাল কাপ্তাই রাস্তায় সিকো এরেনা টার্ফে অনুষ্ঠিত হয়।

এ জমকালো আয়োজনে ডিএইচএ মাল্টি মিডিয়া কণধার দেলোয়ার হোসেন আলভীর সভাপতিত্বে আশিক আরেফিনের সঞ্চনালয়ে প্রধান অতিথি ছিলেন আবু সুফিয়ান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক , এসময় আরো উপস্থিত ছিলেন অলোক মাহমুদ , লায়ন এম এ মুছা বাবলু, বাদশা আলমগীর , নির্মাতা বাপ্পী আলমগীর , আলমগীর হোসেন আলো, এসময় অতিথিরা বলেন সাংস্কৃতিক কর্মিরা বিনোদনের পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকেন। তারই ধারাবাহিকতায় সাংস্কৃতিক কর্মিদের বিনোদন ও একসঙ্গে সমবেত হওয়ার জন্য এ ব্যাতিক্রমি ক্রিকেট খেলার আয়োজন কে সাধুবাদ জানিয়েছেন।

এ সময় বক্তারা অারও বলেন সংস্কৃতির সঙ্গে জড়িত মানুষজন সব সময় উদার মনোভাব সম্পন্ন হয়ে থাকে তারা দেশ ও সমাজের অসঙ্গতির এবং পরিবর্তনের কারিগর। সুষ্থ্য ও দেশীয় সংস্কৃতির কোন বিকল্প নেই মাদকের বিরুদ্ধে রুখে দাড়াবার।

 

মন্তব্য করুন