
প্রথমবারের মতো চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ডিএইচএ মাল্টিমিডিয়া মেগা ক্রিকেট ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত হয়।
নগরীর বাহির সিগনাল কাপ্তাই রাস্তায় সিকো এরেনা টার্ফে অনুষ্ঠিত হয়।
এ জমকালো আয়োজনে ডিএইচএ মাল্টি মিডিয়া কণধার দেলোয়ার হোসেন আলভীর সভাপতিত্বে আশিক আরেফিনের সঞ্চনালয়ে প্রধান অতিথি ছিলেন আবু সুফিয়ান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক , এসময় আরো উপস্থিত ছিলেন অলোক মাহমুদ , লায়ন এম এ মুছা বাবলু, বাদশা আলমগীর , নির্মাতা বাপ্পী আলমগীর , আলমগীর হোসেন আলো, এসময় অতিথিরা বলেন সাংস্কৃতিক কর্মিরা বিনোদনের পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকেন। তারই ধারাবাহিকতায় সাংস্কৃতিক কর্মিদের বিনোদন ও একসঙ্গে সমবেত হওয়ার জন্য এ ব্যাতিক্রমি ক্রিকেট খেলার আয়োজন কে সাধুবাদ জানিয়েছেন।
এ সময় বক্তারা অারও বলেন সংস্কৃতির সঙ্গে জড়িত মানুষজন সব সময় উদার মনোভাব সম্পন্ন হয়ে থাকে তারা দেশ ও সমাজের অসঙ্গতির এবং পরিবর্তনের কারিগর। সুষ্থ্য ও দেশীয় সংস্কৃতির কোন বিকল্প নেই মাদকের বিরুদ্ধে রুখে দাড়াবার।