
এ কে এম নাজিম উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি: গত ১৩ ফ্রেব্রুয়ারী সকালে ২ নং ওয়ার্ডের ফটিকছড়ি পৌরসভাধীন দক্ষিন রাঙ্গামাটিয়া পাটিয়ালছড়ি গ্রামের প্রবাসী মো: এমদাদের স্ত্রী ইসমত আরা বেগম (২৫) দুই শিশু সন্তানকে ফেলে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে কোথাও উধাও হয়ে গেছে বলে শ্বশুড় মো: ইউছুফ অভিযোগে জানান।
উক্ত খবর পেয়ে প্রবাসী মো: এমদাদ দেশের বাড়িতে এসে ঘটনার বিষয়ে জেনে তিনি জানান যে, তারা সারা জীবনের আয়ের টাকায় ১৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা-পয়সা নিয়ে দুই শিশু সন্তানকে ফেলে আমার বাড়ি থেকে কোথাও উধাও হয়ে চলে যায়।
এ ব্যাপারে আমি আত্মীয়-স্বজন সহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে ফটিকছড়ি থানায় অভিযোগ দায়ের করেছি।
বর্তমানে আমার দুই শিশু সন্তানের কান্নাকাটিতে আমি পাগলের মত হয়ে পড়েছি।
কিন্তুআমার স্ত্রী ইসমত আরা (২৫) ইতিপূর্বে পরকীয়ার ঘটনায় আমার শ্বশুড়বাড়ির লোকজন ও আমার পরিবারের মুরুব্বীরা তাকে সৎ উপদেশ দিয়ে সুন্দরভাবে সংসারিক জীবন যাপন করার পরামর্শ দিয়েছিলেন।
কিন্তু সে মুরুব্বীদের কোন পরামর্শ পালন না করে নিজেই পরকীয়ায় উধাও হয়ে গিয়েছে বলে সকলের ধারণা। এদিকে দুই শিশু সন্তান তাদের মায়ের জন্য রাতদিন কান্নাকাটি চলছে।