
নিউজগার্ডেন ডেস্ক: বায়েজিদ থানাস্হ মোহাম্মদ নগর এইচ.কে.সি. উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ডাঃ মোহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক কামাল উদ্দিন ,,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক জিয়াউর রহমান জিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশফিকুর রহমান শাহিন ,আবদুল বাতেন,এফ.এ.সেলিম,,কামরুল ইসলাম, এরশাদ হোসেন,রিদুয়ান,সেলিনা আক্তার মিলি এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের এগিয়ে যেতে হবে, কেননা সুস্থ প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করে।প্রতিযোগিতায় জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। আজকের এই পুরস্কার বিতরণের অনুষ্ঠানে যারা জয়ী হয়েছে, তাদের এই সাফল্য ধরে রাখতে হবে, আর যারা বিজয়ী হতে পারেনি, তাদের আগামীতে জয়ের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।
সুস্থ প্রতিযোগিতা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে হবে। সমাজে গঠনমূলক আলোচনা ও সমালোচনার সুযোগ থাকা উচিত, তবে তা যেন প্রতিহিংসার রূপ না নেয় এটা আমাদের মনে রাখতে হবে।
“এখান থেকে দুটো শিক্ষা নিতে হবে যারা এখানে আজকে জিতেছ তাদেরকে এই মনোভাব পোষণ করতে হবে আমাদের এই জিতটাকে আমাদের ধরে রাখতে হবে আর আজকে আমরা জিততে পারিনি যারা এই কমিটমেন্ট রাখতে হবে জিতার লক্ষ্যে শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হলে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সচেতন হতে হবে। প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে হবে এবং নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।