‘পোশাক শিল্পের বিকাশ ও অগ্রযাত্রায় মরহুম মোস্তফা গোলাম কুদ্দুস এর অবদান অবিস্মরণীয়’

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বিজিএমইএ ইউনির্ভাসিটি অব ফ্যশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি) বোর্ড গঠন করে তাঁর নামে করবে বৃত্তির ব্যবস্থা।

বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের প্রাণ পুরুষ বিজিএমইএ’র সাবেক সভাপতি, সুয়েটার্স শিল্পের পথিকৃৎ, ড্রাগন গ্রুপ ও রূপালী ইন্সুরেন্স-এর চেয়ারম্যান এবং সোনালী লাইফ ইন্সুরেন্স-এর প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান মরহুম মোস্তফা গোলাম কুদ্দুস গত ২৫শে জানুয়ারী ২০২৫ তারিখ ইন্তেকাল করেন। তাকে স্মরণ করে গতকল্য ২২ ফেব্রুয়ারী, ২০২৫ইং বাদ মাগরিব বিজিএমইএ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের মাহাবুব আলী হলে দোয়া ও শোক সভার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন, সহায়ক কমিটির সদস্য এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী, বিজিএমইএ’র প্রাক্তন সভাপতি কাজী মনিরুজ্জামান (মনির), এস এম ফজলুল হক, বিজিএমইএ’র প্রাক্তন ১ম সহ-সভাপতিগণ, প্রাক্তন সহ-সভাপতিগণ, প্রাক্তন পরিচালকগণ সহ পোশাক শিল্পের বিপুল সংখ্যক মালিকবৃন্দ, মরহুমের পরিবারবর্গের সদস্য, আত্মীয় স্বজন ও বিজিএমইএ’র কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালন ও পরিচালনা করেন আ.ন.ম. সাইফ উদ্দিন, সদস্য, সহায়ক কমিটি, বিজিএমইএ।

শোক সভায় বক্তারা মরহুমের কর্মজীবনের বিভিন্ন দিক আলোকপাত করে তাকে বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের একজন দিকপাল হিসেবে উল্লেখ্য করে বলেন- মরহুম মোস্তফা গোলাম কুদ্দুসের অবদান পোশাক শিল্প পরিবার আজীবন স্মরণ করবে। চট্টগ্রাম বিজিএমইএ ইউনির্ভাসিটি অব ফ্যশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি) কর্তৃপক্ষ তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন তৈরী পোশাক শিল্পের প্রাণপুরুষ মরহুম মোস্তফা গোলাম কুদ্দুসের বোর্ড গঠন করে নামে বৃত্তির ব্যবস্থা করা হবে। তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে অশ্রু বির্সজন দেন। বক্তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা দিয়ে আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেন। মহান রাব্বুল আলামিন তাহাকে বেহস্ত নসিব করুক। আমিন

মন্তব্য করুন