
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে’র সদস্য, চ্যানেল ওয়ান, দিগন্ত টেলিভিশন এবং যমুনা টেলিভিশনের সাবেক সিনিয়র ক্যামেরাপার্সন নাসিরুল আলমের স্মরণসভা ও দোয়া মাহফিল আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় সিএমইউজে মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সিএমইউজে সভাপতি মোঃ শাহনেওয়াজ এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সালেহ নোমান, সহ সভাপতি মোঃ মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক মজুমদার নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, কামরুল হুদা, এম. ওসমান গণি, মোহাম্মদ তোয়াহা, মোঃ হোসেন, ছগীর আহমদ, মুখলিসুর রহমান ফরহাদী, এনাম হায়দার, আলী আকবর, জাহাঙ্গীর আলম, মোঃ সাইফুল ইসলাম, বজলুল হক।
এসময় বক্তারা বলেন, মরহুম নাসিরুল আলম একজন নিবেদিত সংবাদ কর্মী ছিলেন।
তিন সততার সাথে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে গেছেন।
তার কর্মময় জীবনের স্মৃতি আজীবন সহকর্মীদের প্রেরণা যোগাবে।
নেতৃবৃন্দ মরহুম নাসিরুল আলমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।