রমযানের পবিত্রতা রক্ষায় সরকারকে আপোষহীন হতে হবে: সেলিম উদ্দিন

মাহে রমযান মহিমান্বিত মাস, যে মাসে মহাগ্রন্থ আল কুরআন নাযিল হয়েছে এবং এ মাসেই বদর যুদ্ধ ও ফতেহ মক্কা সহ ইসলামের বড় বড় বিজয় এসেছে;তাই এ বরকতময় মাসে সকলকে যথাযথভাবে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে তাক্বওয়া র্অজন ও আত্মশুদ্ধির আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি আজ বেলা ২টায় রাজধানীর মিরপুর-১-এর সনি মোড়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত মাহে রমাদানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় সমাবেশে উপস্থতি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, মাওলানা মুহিব্বুল্লাহ, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার,মহানগরী কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন, শহিদুল্লাহ, হেদায়েত উল্লাহ, শাহ আলম তুহিন প্রমূখ।

সমাবেশের পর ঢাকা মহানগরী উত্তর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণের শেষে কাজীপাড়া মেট্রোরেলের নিচে এসে পথসভার মাধ্যমে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।

মন্তব্য করুন