কদমতলী বায়তুল জান্নাত মহল্লার নতুন পূর্নাঙ্গ কমিটি গঠন

নিউজগার্ডেন ডেস্ক: কদমতলী বায়তুল জান্নাত মহল্লার আহবায়ক কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

মো. জানে আলম খানকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান মোস্তাককে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ।

এর আগে হাজী মো. শওকত আলীকে প্রধান উপদেষ্টা ও হাজী মুনির আহম্মেদকে উপ প্রধান উপদেষ্টা করে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সংগঠনের কার্যালয়ে এক পঞ্চায়েত সভা অনুষ্ঠিত হয়। মহল্লা কমিটির আহবায়ক মুনির আহম্মদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কার্যকরী কমিটি গঠন করা হয়। সংগঠনকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি অনুমোদন করা হয়েছে।

এই কমিটি মহল্লার অধিবাসীদের সার্বিক কল্যাণ ও অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবে। গঠনতন্ত্র ও বিধি বিধান মোতাবেক সংগঠনের সকল নিয়ম কানুন মেনে মহল্লাবাসীর স্বার্থ রক্ষার্থে কমিটি কার্যাদি পরিচালনা করবেন।

কার্যকরী পরিষদের কর্মকর্তারা হলেন সভাপতি মো. জানে আলম খাঁন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সি. সহ সভাপতি ইস্কান্দার আহমেদ, সহ সভাপতি হাজী সালামত আলী, হাজী বাদশা মিয়া, মো. আলী, হাজী আব্দুল নুর, সি. যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক সেলিম আহমেদ, হাজী মনজুর মিয়া, হাজী ইকবালুর রহমান, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ, সহ অর্থ সম্পাদক হাজী নুরুল মোস্তফা, সদস্য মহরম খাঁন, মঞ্জুর মিয়া, আব্দুল মজিদ খয়রাতি, হাজী পেয়ার মোহাম্মদ, হাজী ইদ্রিস মিয়া, মো. ইউসুপ, এ বি এম নাজিম উদ্দিন, হারুনুর রশীদ, হাজী সিরাজুল ইসলাম, হাজী আবুল কাশেম, মো. রফিক, হাজী মো. এমরান, মো. ইসমাইল, হাজী মো. নাছের, বজল আহম্মেদ, হাজী আজিজুর রহমান, মো. ইকবাল, ফারুক আহম্মেদ।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন প্রধান উপদেষ্টা হাজী শওকত আলী, উপ প্রধান উপদেষ্টা হাজী মুনির আহমেদ, উপদেষ্টা পরিষদের সদস্য হাজী মো. আলী মেহের, হাফেজ মাওলানা আবু তৈয়ব,
হাজী আব্দুর রহমান আবুল, হাজী আকবর আলী, হাজী আলা উদ্দিন।

মন্তব্য করুন