সৎ লোকেরা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারে: নুরুল আমিন

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন, আল্লাহর ভয় অন্তরে জাগিয়ে রেখে দায়িত্ব পালন করলে সমাজ ও রাষ্ট্রে কোন অনিয়ম, দূর্নীতি ও জুলুম থাকবে না। খোদাভীরু ও সৎ লোকেরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্টা করতে পারে। যখন আমাদের অন্তরে আল্লাহর ভয় স্থাপন হয়, তখন আমাদের প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা ও প্রতিটি সিদ্ধান্ত হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক। আমরা কখনোই অন্যায়, দূর্নীতি বা জুলুমের দিকে পা বাড়াবো না। বরং, আমাদের প্রতিটি পদক্ষেপ হবে মানুষের উপকারে, সমাজের কল্যাণে এবং রাষ্ট্রের উন্নতির দিকে।

কোতোয়ালী থানা জামায়াতের দেওয়ানবাজার ওয়ার্ডের এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড আমীর এডভোকেট আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালী থানা আমীর আমির হোছাইন, কোতোয়ালী থানা নায়েবে আমীর অধ্যাপক আবদুজ জাহের।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ানবাজার ওয়ার্ড সেক্রেটারি শাহ কামাল হাসান, ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মুহাম্মদ হোসাইন।

মন্তব্য করুন