বায়েজিদে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন স্থান নেই: ওসি

নিউজগার্ডেন ডেস্ক: বায়েজিদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেছেন, বায়েজিদে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি সকলকে যার যার অবস্থান থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। এদেশের মানুষ শান্তিপ্রিয়। তারা সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। দেশপ্রেম, দেশের শান্তি, কল্যাণ ও উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। চাঁদাবাজ, ছিনতাই ও টেন্ডারবাজের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। কোন চাঁদাবাজ ছিনতাইকারীকে বায়েজিদে সহ্য করা হবে না। যেখানে চাঁদাবাজ সেখানেই প্রতিরোধ, যেখানে ছিনতাই সেখানেই প্রতিরোধ, যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ। বায়েজিদ এলাকাবাসির চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে। অত্র এলাকায় শান্তি শৃংখলা রক্ষায় পুলিশের আপনাদের সদা সর্বদা সহযোগিতা করবে এতে আপনাদেরও সজাগ থাকতে হবে।

গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) বাদে আছর বায়েজিদ পশ্চিম শহীদ নগর তৈয়ব শাহ হাউজিং সোসাইটির উদ্যোগে হাজী আবদুল করিম মসজিদ প্রাঙ্গণে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নগরীর অপরাধ দমনে সন্ত্রাসী, চাঁদাবাজ এবং ছিনতাইকারীদের পুলিশের হাতে ধরিয়ে দিন। সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো দল নেই। তারা সমাজের শত্রু, মানুষের শত্রু।

তৈয়ব শাহ হাউজিং সোসাইটির প্রধান উপদেষ্টা হাজী আবদুল হামিদের সভাতিত্বে ও সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের পরিচালনায় পবিত্র পাক কোরআন থেকে তেলোয়াত করেন মসজিদেও ইমাম হাফেজ বেলাল।

এতে ওয়াজিন হিসেবে তকরির পেশ করেন মসজিদের খতীব মৌলানা সরওয়ার, বক্তব্য রাখেন সোসাইটির সাবেক সভাপতি স. ম. সেলিম উদ্দীন সবুজ, সভাপতি নুরুল ইসলাম পাটওয়ারী, উপদেষ্টা সদস্য অধ্যাপক শহিদুল হক ম-ল, ডা: আবু তৈয়ব, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, দপ্তর সম্পাদক নুরুল আমিন, অর্থ সম্পাদক নুরুছ ছাফা, সদস্য দিদারুল আলম, সহ অর্থ সম্পাদক বজলু আলম তালুকদার, শাখাওয়াত হোসেন বাবর সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন