
প্রতিবছরের ন্যায় আজ (২১ মার্চ ,২০২৫) চট্টগ্রাম কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (অনার্স- ২০০৭, মাস্টার্স -২০০৮) “বন্ধুতার ইফতার” ব্যনারে চট্টগ্রামের ” জি জি আইল্যান্ড” নামীয় অভিজাত ইনডোর প্লে-গ্রাউন্ড ও ডাইন এ ইফতার ও ডীনার আয়োজন করা হয়।
এতে ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা পরিবারসহ উপস্থিতি ছিল লক্ষনীয়। ইফতার পূর্ববর্তী সময়ে দোয়া পরিচালনা করেন হাসনাত আলী।
এতে তরুন উদ্যােক্তা বন্ধু ফকরুল ইসলাম তার প্রতিষ্ঠানের সকল প্লে-জোন ও রাইড বন্ধুদের পরিবারের জন্য উন্মুক্ত করে দেয় । যা অনুষ্ঠান আরো প্রাণবন্ত করে তোলে।
পাশাপাশি জি জি আইল্যান্ডের পক্ষ থেকে বন্ধুদের বাচ্চার জন্য পঁচিশ হাজার টাকার গিফট ভাউচার নাহিদ ও মামুনের কাছে হস্তান্তর করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে রেফেল ড্র এর মাধ্যমে পাঁচ জন বন্ধু ও চার জন বাচ্চাদের মধ্যে পুরস্কার হস্তান্তর করা হয়।
সকল বন্ধুরা নিজেদের মত কিছু সময় অতিবাহিত করেন। পরিশেষে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।