সংস্কার ও নির্বাচন আপন গতিতে চলা উচিত: আবুল হাশেম বক্কর

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। সংস্কার ও নির্বাচন আপন গতিতে চলা উচিত। সাত মাসেও সংস্কার কেন আলোর মুখ দেখেনি তা অন্তর্র্বতী সরকার ও তাদের নিয়ন্ত্রণকারীদের বলতে হবে। একটির জন্য আরেকটিকে থামিয়ে রাখা যাবে না। দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা জনগণের দাবি। তাই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনে অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে।

তিনি শনিবার (২২ মার্চ) বিকালে নগরীর আন্দরকিল্লা মোড়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আন্দরকিল্লা ওয়ার্ড যুবদলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতি এবং রাষ্ট্রের পরিবর্তন আনতে চান। এ জন্যই তিনি রাষ্ট্র সংস্কারে ৩১ দফা উপস্থাপন করেছেন। ৩১ দফার বাইরেও যদি রাষ্ট্রসংস্কারের ভালো কোনো প্রস্তাব থাকে তাহলে তাও তিনি গ্রহণ করতে প্রস্তুত। বিএনপি রাষ্ট্র সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাল্লাহ জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্র সংস্কার করবে।

আন্দরকিল্লা ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মাইনুদ্দিন খান রাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরী, মহানগর বিএনপি নেতা ইউছুফ সিকদার। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মো. জামাল, সৈয়দ আবুল বশর, জসিম উদ্দিন, জসিম খান, করিম উল্লাহ, মো. আনিস, যুবদল নেতা আমিন উল্লাহ, মো. হাসান, মো. টিপু, মো. দিদার, সালাউদ্দিন, মো. হোসেন, মো. জুয়েল, মো. আজাদ, হারুন, ডালিম, রিয়াদ, জামাল, রবি, রাজু, আরাফাত, বেলাল, মুমিন, আনোয়ার, জালাল, আরমান, নাঈম, মহিউদ্দিন, মনির প্রমূখ।

মন্তব্য করুন