
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীতে তেলের টেন্ডারকে কেন্দ্র করে ছাত্র প্রতিনিধি পরিচয়ে মোহাম্মদ জাকির নামে এক যুবদল নেতাকে মারধর করার অভিযোগ উঠেছে। আহত জাকির বর্তমানে চট্টগ্রাম মেডিকেল ২৬ নম্বর ওয়ার্ড চিকিৎসাধীন।
গত মঙ্গলবার (৮ এপ্রিল) ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্রে মারামারি ঘটনা ঘটে।
আহত যুবদল নেতা মোহাম্মদ জাকির জুলদা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ডাঙ্গরচর মৃত ফজল আহমদ পুত্র।
আহত জাকির জানান- ডাঙ্গারচর এলাকায় বাংলা ক্যাডেট নামে একটি কারখানা তেলের টেন্ডারকে নিয়ে কেন্দ্র করে ছাত্র প্রতিনিধি পরিচয়ে মিজানুর রহমান খোকা তার দলবল নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়।এতে আমি গুরুতর আহত হলে স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা আমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমাকে হাসপাতালে ভর্তি করান। আমার ওপর অতর্কিত হামলা কারিদের দ্রুত গ্রেফতার ও দাবি জানাচ্ছি।
অনুসন্ধানে জানা যায়- কর্ণফুলীর ডাঙ্গারচর এলাকায় বাংলা ক্যাডেট নামে একটি কারখানা থেকে তেল বের করে বিক্রি করতো আওয়ামী লীগের নেতাকর্মীরা। বর্তমানে সেটি করতে চাচ্ছেন বিএনপি নেতা ও ছাত্র প্রতিনিধিরা। ওই তেলের টেন্ডার নিয়েই দু পক্ষে ঝামেলা হচ্ছিল। এ নিয়ে বিএনপি’র এক নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্ণফুলী শাখার এক নেতাকে হুমকিও দেন।
গত মঙ্গলবার দুপুরে ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্রে বিষয়টি নিয়ে পুলিশের মাধ্যমে বৈঠক হওয়ার কথা ছিল দু পক্ষে। কিন্তু সেখানে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান বিএনপি’র এক নেতা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে পুলিশে সোপর্দ করা হয়। যা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় কর্ণফুলী থানায় দুই পক্ষ মুখোমুখি হয়ে উত্তেজনা সৃষ্টি করে।
মারধর করার অভিযোগ বিষয় জানতে চাইলে ছাত্র প্রতিনিধি পরিচয় দেওয়া মিজানুর রহমান খোকা মোবাইল নাম্বারে কল দিয়ে সংযোগ পাওয়া যায়নি।
এ বিষয়ে, কর্ণফুলী থানার ওসি শরিফুল ইসলাম জানান, এই বিষয়ে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।