
এ কে এম নাজিম উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি: সম্প্রতি উপজেলা ফটিকছড়ির ভূজপুর থানাধীন শান্তিরহাট নিকটতম বাড়ি সংলগ্ন টিলার মাটি কাটার অভিযোগ জানা গেছে।
অভিযোগে মৃত ওবায়দুর রহমানের স্ত্রী ও কণ্যা অভিযোগে জানান যে, জনৈক বদি সওদাগর তার লোকজন দিয়ে ক্সেভেটারের মাধ্যমে মাটি কেটে ট্রাক ভর্তি করে বিভিন্ন জায়গায় মাটি পাচার করতেছে।
ফলে আলাউদ্দিনের নবনির্মিত পাকা ভবন চতুর্দিকে ফাটল ও ভবিষ্যতে ধসে পড়ে ক্ষয়-ক্ষতির আশংখা দিয়ে দিয়েছে।
এ ব্যাপারে বদি সওদাগরের কাছে জানতে চাইলে তিনি জানান,. হারুয়ালছড়ি ইউপির চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন উক্ত মাটি গুলো কাটার নির্দেশ দিয়েছে এবং ঐ টিলাবাড়ির মালিক ইউনিয়ন পরিষদ বলে জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী এর কাছে জানতে চাইলে তিনি জানান, মাটি বা পাহাড় কাটার কোন অনুমতি সরকার দেয়নি।
খবরটি পড়েছেনঃ ২২