
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন গতকাল শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় মেয়র বলেন, গত ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতি যারা এখনো স্বীকার করে নিতে পারছে না, তারা এই দেশ এবং গণতন্ত্রপ্রিয় মানুষের কল্যাণ চায় না। তিনি দেশ ও দেশের মানুষের কল্যাণে বিশেষ করে সবধরনের গণমাধ্যম কর্মীদের পরিবর্তিত পরিস্থিতি অনুধাবন করে দায়িত্ব পালনের আহবান জানান। একইসঙ্গে চট্টগ্রাম প্রেস ক্লাবের বর্তমান অন্তর্বতী কমিটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আহবায়ক আবু সুফিয়ান, বিএনপি’র মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি, সাংবাদিক মো. শহীদুল ইসলাম, হাসান মুকুল, ওয়াহিদ জামান, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী, সাইফুল ইসলাম শিল্পী, লতিফা আনসারী রুনা, আরিফ হোসেন, মো. আজাদ, শারুদ নিজাম প্রমুখ উপস্থিত ছিলেন।









