
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক উঠান বৈঠক। আজ মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও সংগঠনের শক্তি বৃদ্ধি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রাম-৯ আসনের নেতা আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম।
তিনি বলেন, “আজকে দেশে যে দুঃশাসন চলছে, তার অবসান ঘটিয়ে একটি নতুন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে আমাদের এই ৩১ দফাকে সামনে রেখে এগোতে হবে। এই দফাগুলো শুধু দলের ঘোষণাপত্র নয়, এটি ভবিষ্যতের একটি সুশাসনের রূপরেখা, যেখানে ন্যায়বিচার, মানবাধিকার ও জবাবদিহিতা থাকবে।”
তিনি আরও বলেন, “দেশের মানুষগুম, খুন, গ্রেফতার, হয়রানি ও বাকস্বাধীনতা হরণের শিকার হয়েছিল স্বৈরাচারী সরকারে আমলে । বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত সবকিছু স্বৈরাচারী হাসিনা সরকারের নিয়ন্ত্রণে ছিল। এই বাস্তবতায় বিএনপি তারেক রহমানের নেতৃত্বে একটি স্বচ্ছ, গণতান্ত্রিক ও জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ৩১ দফা ঘোষণা করেছে। এখন এই বার্তাটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”
উঠান বৈঠকে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকলে মত দেন, এই ৩১ দফা বাস্তবায়নের জন্য তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়াতে হবে এবং এর গুরুত্ব বোঝাতে নিয়মিত সভা-সমাবেশ, লিফলেট বিতরণ ও মতবিনিময়ের আয়োজন করতে হবে।
আলহাজ্ব শামসুল আলম বলেন, “এই আন্দোলন শান্তিপূর্ণ হবে, সাংগঠনিকভাবে হবে। আমাদের লক্ষ্য শুধুই সরকার পরিবর্তন নয়, একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে নাগরিকদের অধিকার নিশ্চিত থাকবে। সেই আন্দোলনের প্রথম ধাপ শুরু হয়েছে তৃণমূল থেকে।”
অনুষ্ঠান শেষে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। তাঁরা বলেন, ৩১ দফা বাস্তবায়নে তাঁরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে এবং জনগণের অধিকার রক্ষায় সব ধরনের ভূমিকা রাখবে।
উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আলী আজগর, বিশেষ অতিথি সাবেক কমিশনার আলহাজ্ব মোঃ তৈয়ব, ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আক্তার খান। এছাড়াও ওয়ার্ড বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ন সম্পাদক হাজি মোহাম্মদ হারুন, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল আজিজ, আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর, সিরাজ কোম্পানি, আব্দুল মান্নান, এডভোকেট সাহেদ, আমির হোসেন সওদাগর, ফার্নিচার সমতির সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ সুমন, মোঃ আবু , মোঃ লোকমান, মোঃছগির, জানে আলম রাজামিয়া, আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা ওমর ফারুক, সাইফুল, সানাউল্লাহ, সাজ্জাদ, লিটন, হাসান, ইউনুস, সেকান্দার ওসমান, জিয়া,জামাল,ফরিদ, আজমাইন। মহিলা দলের নেত্রী কামরুন্নেসা মহিলা, ছাত্রদল নেতা আসিফ সহ প্রমুখ।









