মালদ্বীপে অর্ক রায় আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত

নিউজগার্ডেন ডেস্ক: মানবিক সম্প্রীতি সম্মেলন ও আন্তর্জাতিক শান্তি পুরস্কার ২০২৫–এ সম্মাননা প্রদান, বিশ্বের ৩৩টি দেশের মনোনীত প্রার্থীর মধ্যে নির্বাচিত
বাংলাদেশের তরুণ শিক্ষানবিশ আইনজীবী ও আইনবিষয়ক লেখক অর্ক রায় সম্প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। তাঁকে ‘মানবিক সম্প্রীতি সম্মেলন ও আন্তর্জাতিক শান্তি পুরস্কার ২০২৫’–এর ‘ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে’ সম্মাননা প্রদান করা হয়েছে। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৯ অক্টোবর ২০২৫, মালদ্বীপের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়াম-এ।

আয়োজক প্রতিষ্ঠান এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট এবং প্রথমা বিজনেস ইনোভেশন ফোরাম জানিয়েছেন, সমাজে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও শান্তি প্রতিষ্ঠায় অর্ক রায়ের অবদান অনন্য। এই পুরস্কারটি বিশ্বের ৩৩টি দেশের মনোনীত প্রার্থীর মধ্যে থেকে নির্বাচিত প্রাপ্তির স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে, যা তার অর্জনের আন্তর্জাতিক মর্যাদা ও স্বীকৃতিকে আরও উজ্জ্বল করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম, মানবাধিকারকর্মী, সমাজকর্মী এবং কূটনৈতিক প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন