
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেছেন, ধানের শীষ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক, গণতন্ত্রে উত্তোরণসহ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক।
সকল শ্রেণী পেশার মানুষের ইস্পাত কাঠিন ঐক্য গড়ে তুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন সবদিকেই ষড়যন্ত্র চলছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির নেতৃত্বে জাতীয় সরকারের বিকল্প নেই।
তিনি আজ বিকালে আন্দরকিল্লা কদম মোবারক চত্বরে সর্বস্তরের এলাকাবাসী ও মুসল্লীদের উদ্দেশ্যে একথা বলেন।
মীর নাছির বলেন বিএনপির ধানের শীষে ভোট দিয়ে এদেশের মানুষ কখনও প্রতারিত হয়নি। বিএনপি বরাবরই সাধারণ মানুষের ভোটের মর্যাদা রেখেছে তেমনি আবার প্রয়োজনে ভোটাধিকার ফিরে পেতে জীবন দিয়ে সংগ্রহ করেছে।
তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন। ইনশাআল্লাহ আমরা জাতীকে একটি সমৃদ্ধশালী নুতন বাংলাদেশ উপহার দিব।
চট্টগ্রাম মহানগরসহ বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে তার অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরে মীর নাছির বলেন আমি যখন যে অবস্থায় থাকি চট্টগ্রামের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের কথাই ভাবি।
আগামী দিনে সুযোগ পেলে নিজের মেধা, অভিজ্ঞতা, একাগ্রতা আন্তরিকতা দিয়ে চট্টগ্রাম বিশেষ করে কোতোয়ালি, চকবাজার বাকলিয়া তথা চট্টগ্রাম -৯ সংসদীয় এলাকার উন্নয়নে অবদান রাখতে চাই।
এসময় অন্যানের মধ্যে কদম মোবারক শাহী জামে মসজিদের খতিব আজাদ উল্লাহ খান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, কোতোয়ালি থানা সাবেক সভাপতি মন্জুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জহির আহমদ, সাবেক বানিজ্য সম্পাদক হেলাল চৌধুরী, নগর বিএনপির সদস্য নুরুউদ্দীন হোসেন নুরু নগর বিএনপি নেতা মফিজ উল্লাহ, আকতার সওদাগর, জসিম উদ্দিন মিন্টু, আকতার খান, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি এম এ রাজ্জাক,মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি নুরুল আলম, এস এম আবু সালেহ, সেচ্চা সেবক দলের নগর সহ সভাপতি সুফি শফিকুর রহমান, খুলশী থানা আহ্বায়ক রায়হান উদ্দিন আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন আলী নুর, সিনিয়র যুগ্ন আহ্বায়ক কলিম উল্লাহ সদস্য সচিব ওসমান গনি,জামাল খান ওয়ার্ড বিএনপির সদস্য সচীব দিদারুল আলম, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দীন চৌধুরী, মহনগর যুবদল নেতা আসাদুর রহমান টিপু,মেজবাহ উদ্দিন মিন্টু মোহাম্মদ মান্নান উদ্দিন, মোহাম্মদ জাহেদশামিমুল হক হারুনর রশীদ, আলমগীর চৌধুরী, ফয়েজ উল্লাহ প্রমুখ নেতৃবৃন্দসহ চট্টগ্রাম – ৯ নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।