হালিশহর যুবদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে হালিশহর থানা যুবদলের উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর), বাদ জোহর স্থানীয় একটি এতিমখানায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

হালিশহর থানা যুবদল নেতা ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এইচ এম সাজেদুল ইসলাম অরিকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি একে এম ফজলুল হক সুমন, হায়দার আলী চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ, কবির শাহিন, নগর যুবদলের সাবেক সহ সম্পাদক মিজানুর রহমান দুলাল, থানা যুবদলের সাবেক সি. যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম, থানা যুবদল নেতা আতাউর রহমান লিটন, রাসেল করিম রিপনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন