বিএনপি ক্ষমতায় গেলে হকার শ্রমিকদের স্বার্থকে প্রাধান্য দেবে: আবুল হাশেম বক্কর

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, এদেশের গণতান্ত্রিক আন্দোলনে হকার শ্রমিক জনতার ভূমিকা ছিল অপরিসীম। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই আগস্ট আন্দোলন শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া কোনো আন্দোলন সফল হয়নি। হকার শ্রমিক শ্রেণির অবদান ছাড়া স্বৈরশাসক হাসিনার পতন সম্ভব হতো না। বেগম খালেদা জিয়া যখনই ক্ষমতায় গেছেন শ্রমিকদের কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে কাজ করেছেন বিধায় শ্রমিক শ্রেণীর মধ্যে তিনি ব্যাপকভাবে জনপ্রিয়। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে হকার শ্রমিকদের স্বার্থকে প্রাধান্য দেবে।

তিনি মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর জহুর হকার মার্কেট এলাকায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষে সম্মিলিত হকার্স ফেড়ারেশনের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উঠান বৈঠকে তিনি স্থানীয় হকার ফেডারেশনের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। আলোচনার সময় তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা দাবির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন।পরে তিনি নিউমার্কেট ও রিয়াজুদ্দিন বাজার এলাকায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সম্বলিত তারেক রহমানের ৩১ দফাসহ জন কল্যাণে বিএনপির আগামী পরিকল্পনা সমেত লিফলেট বিতরণ করেন।

হকারদের পুনর্বাসনের দাবি জানিয়ে তিনি বলেন, জাতীয় শ্রমনীতির আলোকে হকার্স পুনর্বাসন নীতিমালা প্রণয়নের মাধ্যমে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। হকার শ্রমিকদের তালিকা প্রণয়ন এবং শ্রম অধিদপ্তর ও হকার সংগঠনের সমন্বয়ে যৌথ কমিটি গঠন করে চাঁদাবাজ ও ছিনতাই প্রতিরোধে শ্রমিক হকার নেতাদের সমন্বয়ে কমিটি গঠন করা জরুরী।

সম্মিলিত হকার্স ফেড়ারেশনের সাধারন সম্পাদক মো. জসিম মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক আলি আব্বাস খাঁন, সদস্য সাচব আলমগীর আলী, মহানগর যুবদল নেতা মো. সেলিম খাঁন, সম্মিলিত হকার্স ফেড়ারেশনের সহ সভাপতি মো. হারুন সওদাগর, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল বাতেন, সদস্য মো. আবদুল নবী, রেয়াজ উদ্দিন বাজার কর্মচারী সমিতির নেতা আবুল কালাম, মো. বেলাল, মো. আকরাম, মেট্রোপলিটন হকার্স সমিতির নেতা আবুল কালাম, মো. রিয়াদ, মাঈদ উদ্দিন, মো. সেলিম, আবদুল মোতালেব, আমতলা হকার্স সমিতির সাধারন সম্পাদক মো. মহিন, যুগ্ম সম্পাদক মো. শাহীন, ফুটপাত হকার্স সমিতির নেতা মো. আবদুর রাজ্জাক বাবুল, নাজির আকন, মো. শিপন, মো. জাবেদ, আন্দরকিল্লাহ হকার্স সমিতির সাধারন সম্পাদক আবদুল মোমিন, আগ্রাবাদ ইউনিটের সাধারন সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

মন্তব্য করুন