মেরিন একাডেমিতে সিম উই থং

নিউজগার্ডেন ডেস্ক: আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শন করেন সিঙ্গাপুর ভিত্তিক বিশ্বব্যাপী কন্টেইনার শিপিং কোম্পানি এশিয়া এক্স প্রেস ফিডার্স এর ব্যবস্থাপনা পরিচালক সিম উই থং, দক্ষিণ এশিয়া এক্সপ্রেস ফিডার্সের পরিচালক আলেক্স হার্টনল, বাংলাদেশ সী কনসটিয়ামের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এ এস চৌধুরী।

আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত পরিদশনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) নৌপ্রকৌশলী মোঃ মঞ্জুরুল কবীর, প্রধান প্রকৌশলী মো: আতিকুর রহমান, নৌ শিক্ষা প্রধান ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, প্রধান শিক্ষা কর্মকর্তা খালিদ মাহমুদ, এ্যাডজুটেন্ট নৌ প্রকৌশলী গোলাম মোস্তফা ও বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আতিকুর রহমান চৌধুরী প্রমুখ।
অতিথিগণ ক্যাডেটদের প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন, বৃক্ষরোপণ, ব্রিজ সিমুলেটর সেন্টার, ইঞ্জিন সিমুলেটর সেন্টার ও ডিজিটাল লাইব্রেরী পরিদর্শন করেন।

মন্তব্য করুন