গণতন্ত্রে উত্তরণে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নাই: আবুল হাশেম বক্কর

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, গণতন্ত্রে উত্তরণে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নাই। একটি মহল একের পর এক নিত্যনতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংকটাপূর্ণ করে তোলার চেষ্টা করছে। বিগত ১৭ বছর বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার দেশে ফাসিবাদ কায়েম করেছিল। দেশের নির্বাচনী ব্যবস্থাকে বিগত ১৫ বছরে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। বিএনপিরকে জনবিচ্ছিন্ন করার অপচেষ্টা চলছে। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগনকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র ও অপকৌশলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কোন ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।

তিনি সোমবার (০৩ নভেম্ব) সন্ধ্যায় নগরীর ৩১নং আলকরন ওয়ার্ডের বানিয়াটিলা ইউনিট বিএনপি আয়োজিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, তারুণ্যনির্ভর আগামীর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময়। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা এসেছে। এ নির্বাচন হবে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। তাই প্রতিটি নেতাকর্মীকে ধানের শীষের পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে। শহীদ জিয়ার ঘোষিত ১৯ দফা কর্মসূচি স্বল্প সময়ের মধ্যেই জনগণের ব্যাপক সমর্থন লাভ করেছিল। স্বল্প সময়ে কৃষিখাত, অর্থনীতি, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশকে ক্ষুদা ও দারিদ্রমুক্ত করেছে। জনগনের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমান নেতৃত্বে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে সাম্য মানবিক মর্যাদা ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলা হবে। যারা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ভোট দিতে পারেনি, তারা এখন খুব সচেতন। আমরা যদি কোনো ভুল করি, এর খেসারত ফেব্রুয়ারির নির্বাচনে দিতে হবে। সকল ভেদাবেদ ভুলে ঐকবদ্ধ থেকে ধানের শীষ বিজয় নিশ্চিৎ করার আহবান জানান।

বানিয়াটিলা ইউনিট বিএনপির সভাপতি মোহাম্মদ রাশেদের সভাপতিত্বে ও আলকরন ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জাফর মোহাম্মদ সাদেকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলকরন ওয়ার্ড বিএনপির আহবায়ক আবদুল মান্নান, সাবেক সাধারন সম্পাদক জসিম মিয়া, সদস্য সচিব ইকবাল হোসেন সংগ্রাম, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. সেলিম খান, এতে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক নেতা আবদুল বাতেন, আবদুর রহমান, আনোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপি যুগ্ম আহবায়ক হাজী ইদ্রিস মিয়া, আবদুস শুক্কুর, সলিমুল্লাহ টিপু, বিএনপি নেতা মো. সাইফুল, আবুল কালাম, আকরাম খাঁন, মো. মনিক, মাহমুদুল হক, মো. জসিম, মো. ইসহাক, মো. জসিম উদ্দিন, মাঈন উদ্দিন, কামাল উদ্দিন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মো. বেলাল, মাঈনুদ্দিন রাজিব, আবদুল মোতালেব, মো. হারুন, নূর মোহাম্মদ, মো. শাকিল প্রমূখ।

মন্তব্য করুন