টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের জন্য কর্মকর্তা-কর্মচারীরা পুরস্কৃত

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের মাসিক সমন্বয় সভা গতকাল ২৪ নভেম্বর সোমবার সকালে জেলা সিভিল সার্জন ডা.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ), ডা. মোঃ নুরুল হায়দার শামীম, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ মাহতাব উদ্দিন, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ জসিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ ইকবাল, সন্ধীপ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মানস দাশ, চট্টগ্রাম বক্ষব্যাধি হাসপাতালের ডা. নওশাদ খান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এফ.এম জাহিদ ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫-এ বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম জেলা প্রথম স্থান অধিকার করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সিভিল সার্জন।

সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করে নিজ উপজেলাকে এগিয়ে রাখতে সর্বাত্মক সহযোগিতা ও কঠোর পরিশ্রম করার করার জন্য শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেরা মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ), সেরা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই), সেরা পরিসংখ্যানবিদ ও সেরা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ক্যাটাগরিতে কর্মকর্তা-কর্মচারীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট সার্টিফিকেট তুলে দেন সিভিল সার্জন ডা.জাহাঙ্গীর আলম। স্বাস্থ্যসেবা কার্যক্রমের পাশাপাশি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ফটিকছড়ি, বোয়ালখালী ও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রেষ্টত্ব অর্জন করেন।

মন্তব্য করুন