ফ্যাসিস্ট ও গুপ্ত সংগঠন হামলা করে নির্বাচনের অগ্রযাত্রা রুখে দিতে পারবে না: দীপ্তি

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, ফ্যাসিস্ট ও গুপ্ত সংগঠন হামলা করে নির্বাচনের অগ্রযাত্রা রুখে দিতে পারবে না। নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এর মাধ্যমে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে। নির্বাচনী উৎসবের এই ট্রেনকে গন্তব্যে পৌঁছাতে না দেওয়ার জন্য ইতিমধ্যে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী দিনে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়ন বাধাগ্রস্ত করতেই এই ষড়যন্ত্র। ষড়যন্ত্রের অংশ ওসমান হাদির ওপর হামলা। তা ছিল পরিকল্পিত এবং এটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। আমরা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের উপর গুপ্ত সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ করার সহিংস ঘটনায় তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারিদের শাস্তির দাবিতে আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল স্টেডিয়াম জিমনেশিয়াম মোড় থেকে শুরু হওয়া মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, নুর আহমেদ গুড্ডু, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, মোহাম্মদ মুছা, মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর, মজিবুর রহমান, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকি, সাবেক যুগ্ম সম্পাদক মো. হুমায়ূন কবির, রাশেদুল হাসান লেবু, মো. এরশাদ হোসেন, দিপংকর ভট্টাচার্য, সেলিম উদ্দিন রাসেল, হেলাল হোসেন হেলাল, গুলজার হোসেন, রাজন খান, ওমর ফারুক, সাবেক সহ সাধারণ সম্পাদক ওসমান গনি, শাহজালাল পলাশ, মজিবুর রহমান রাসেল, সাবেক সম্পাদক মন্ডলী’র সদস্য নুর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মদ সাগির, গাজী ফারুক, মহিউদ্দিন মুকুল, এস এম বখতেয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, আসাদুজ্জামান রুবেল, সাবেক সহ সম্পাদক মনোয়ার হোসেন মানিক, কমল জ্যোতি বড়ুয়া, মোহাম্মদ শাহেদুল ইসলাম শাহেদ, মনজুরুল আলম মঞ্জু, কোরবান আলী, হামিদুল হক চৌধুরী, আরিফ হোসেন, ইয়াছিন আজাদ, মেজবাহ উদ্দিন মিন্টু, নুরুল ইসলাম আজাদ, হাফেজ মুহাম্মদ কামাল উদ্দিন, গোলজার হোসেন মিন্টু, জাহাঙ্গীর আলম বাবু, মিজানুর রহমান দুলাল, জাহাঙ্গীর আলম মানিক, সাবেক সদস্য শাবাব ইয়াজদানি, কলিম উল্লাহ, সাইদুল হক শিকদার, আব্দুল করিম, আজিজ চৌধুরী, থানা যুবদলের সাবেক আহবায়ক শফিউল আজম, গিয়াস উদ্দিন টুনু, বজল আহমেদ, কুতুব উদ্দিন, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম মঞ্জু , শওকত খান রাজু, মোহাম্মদ মুছা, তাজুল উদ্দিন তাজু, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ইয়াছিন, সাইফুল আলম রুবেল, মোর্শেদ কামাল, খালেদ সাইফুল্লাহ, ইউনুছ মুন্না, দেলোয়ার হোসেন ফরহাদ, ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক সাদেক আহমেদ, মোহাম্মদ ইউনুছ, এস এম আলী, মেহেদী হাসান রানা, বাদশা আলমগীর, রাসেল খান, সোলেমান হোসেন মনাসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন