বেগম খালেদা জিয়ার ইন্তেকালে চট্টগ্রাম ড্যাব নেতৃবৃন্দের গভীর শোক

বিএনপি চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডক্টর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ।

এক যৌথ শোক বার্তায় ড্যাব চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তাঁর আপসহীন নেতৃত্ব এবং মানুষের অধিকার আদায়ে তাঁর ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ কেবল একজন মহান নেতাকেই হারায়নি, বরং হারিয়েছে এক মমতাময়ী অভিভাবককে।

নেতৃবৃন্দ বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান অবিস্মরণীয়। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নারী শিক্ষা ও নারী অধিকার প্রতিষ্ঠায় তিনি বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন।জাতীয়তাবাদ ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর বলিষ্ঠ কণ্ঠস্বর সবসময় দেশবাসীকে সাহস জুগিয়েছে।

নেতৃবৃন্দ এই শোকের মুহূর্তে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজন, দলের অগণিত নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তায়ালা যেন প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।

বিবৃতি দিয়েছেন ড‍্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, কেন্দ্রীয় সহ সভাপতি ও মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দীন, কেন্দ্রীয় উপদেষ্টা ও চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফয়েজুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, কেন্দ্রীয় সদস্য ও মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. এস এম ইফতেখারুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সাবেক স্বাস্হ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, কেন্দ্রীয় সদস্য ডা. মো. ইব্রাহিম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ডা. নুরুল করিম চৌধুরী, কেন্দ্রীয় সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. ইফতেখার মো. আদনান, কেন্দ্রীয় সহ চিকিৎসক কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. সাদ্দাম হোসেন প্রমুখ।

মন্তব্য করুন