সিআরএফের নতুন সদস্য আহ্বান

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন সদস্য পদে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। একই সাথে চট্টগ্রাম প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটিতে ফোরামের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ সাধারণ সম্পাদক, ফোরামের সহ সভাপতি হাসান মুকুল আপ্যায়ন সম্পাদক, ফোরামের কোষাধ্যক্ষ সাইফুল্লাহ চৌধুরী প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হওয়ায় অভিনন্দন জানানো হয়।

শনিবার (৩ জানুয়ারি) ফোরাম কার্যালয়ে সভার সভাপতিত্ব করেন কাজী আবুল মনসুর।

সভায় নতুন সদস্য পদে আগ্রহীদের ফোরামের তথ্য প্রযুক্তি সম্পাদক গিয়াসউদ্দিন (০১৮৪২-৭৮৭৮৭৫) এর সাথে যোগাযোগ করে ফরম সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়। এছাড়া সদস্যদের মধ্যে যারা ডিসেম্বর পর্যন্ত সদস্যপদ হালনাগাদ করেছেন তারাই ফোরামের প্রকৃত সদস্য হিসেবে তালিকাভুক্ত বলে অভিহিত করা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহ সভাপতি আলীউর রহমান, সহ সভাপতি হাসান মুকুল, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সহ সাধারণ সম্পাদক মো. আলী, কোষাধ্যক্ষ সাইফুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, তথ্য প্রযুক্তি সম্পাদক গিয়াসউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেম সরোজ, ক্রীড়া সম্পাদক মনিরুল পারভেজ, দপ্তর সম্পাদক হাসান মুরাদ, নির্বাহী সদস্য কামরুল হুদা ও মোহন মিন্টু।

মন্তব্য করুন