
নিউজগার্ডেন ডেস্ক: আগামী ৮ জানুয়ারি চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ মাঠে দুপুরে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন সাবেক জাতীয় ফুটবলারা। এ উপলক্ষে দুপুরে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাবেক খেলোয়ার ও সোনালী অতীত ক্লাবের সদস্য মনিরুল ইসলাম পারভেজের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সোনালী অতীত ক্লাবের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী সদস্য মোঃ ফেরদৌস আব্দুল মোমেন জসিম মোহাম্মদ লোকমান হোসেন মোহাম্মদ ইব্রাহিম।
এসময় ঢাকা সোনালী অতীত ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ মোঃ আসলাম শামসুজ্জামান ইউসুফ সাবেক জাতীয় ফুটবলার আরমান মিয়া আলফাজ আরিফিন নাসিম এহসান আরিফ হিরো সোহেল রেজা ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জয়দুল করিম কচি বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় বারটি দল চারটি গ্রুপে লীগ ভিত্তিতে অংশ নিবে। উদ্বোধনী খেলায় দুপুর ১২ টায় চট্টগ্রাম সোনালী অতীত ক্লাব ও নারায়ণগঞ্জ অতীত ক্লাব অংশ নিবে।
একইদিন কুমিল্লা সোনালী অতীত ক্লাব ও রাজশাহী সোনালী অতীত ক্লাব এবং সিলেট সোনালী ক্লাব ও রংপুর সোনালী অতীত ক্লাব এবং চতুর্থ খেলায় ঢাকা সোনালী অতীত ক্লাব ও যশোর সোনালী অতীত ক্লাব অংশ নেবে দ্বিতীয় দিন আটটি খেলা অনুষ্ঠিত হবে প্রথম খেলায় বরিশাল নারায়ণগঞ্জের বিপক্ষে বগুড়া রাজশাহীর বিপক্ষে মুন্সীগঞ্জ রংপুরের বিপক্ষে খুলনা যশোরের বিপক্ষে চট্টগ্রাম বরিশালের বিপক্ষে বগুড়া কুমিল্লার বিপক্ষে সিলেট মুন্সীগঞ্জ এর বিপক্ষে ও ঢাকা খুলনার বিপক্ষে অংশ নেবে এরপর ১০ তারিখ বিজয়ী ৪ টি দলের চারটি গ্রুপ চ্যাম্পিয়ন সেমিফাইনাে অংশ নেবে।
প্রথম সেমিফাইনাল বি গ্রুপ চ্যাম্পিয়নের সাথে ডি গ্রুপের চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় সেমিফাইনাল এ গ্রুপের চ্যাম্পিয়নের সাথে সি গ্রুপের চ্যাম্পিয়ন মোকাবেলা করবে।
বিকেলে বিজয়ী দু দলের মধ্েয ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় চট্টগ্রাম ১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইদুল নোমান প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন। কমেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন রয়েল সিমেন্ট এস এ আর এম মজু রিমঝিম ডেভেলপমেন্ট ডেভলপার এবং এন্ড হাউসিং লিমিটেড ওর লিজেন্ড মার্কো বাংলাদেশ।









