
নিউজগার্ডেন ডেস্ক: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আজ বুধবার (৭ জানুয়ারি) বিজিএমইএ স্কুল চট্টগ্রামে ‘বই উৎসব-২০২৬’ উদযাপিত হয়েছে। এতে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই বিনামূল্যে সরকারি নতুন বই হাতে পেয়ে অনেক খুশি শিক্ষার্থীরা। এই বই উৎসব ঘিরে মিলনমেলায় পরিণত হয় স্কুল প্রাঙ্গণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী। বিশেষ অতিথি ও বই উৎসবের উদ্বোধক ছিলেন বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও বিজিএমইএ স্কুলের পরিচালক ইনচার্জ এনামুল আজিজ চৌধুরী। বক্তব্য রাখেন বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, বিজিএমইএ স্কুলবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আরশাদ উর রহমান, কমিটির সদস্য কাজী শফিকুল ইসলাম টিটু, মো. নুরুল ইসলাম চৌধুরী উৎপল, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিজিএমইএ’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।
পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষার প্রতি আগ্রহ, স্বপ্ন ও সম্ভাবনার নতুন যাত্রার সূচনা।
প্রধান অতিথির বক্তব্যে বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, বই হচ্ছে আলোকিত সমাজ বিনির্মাণের প্রধান হাতিয়ার। বছরের শুরুতেই নতুন বই পাওয়ার আনন্দ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও অনুপ্রাণিত করে। বিজিএমইএ’র সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। ২০০৫ সালে তৎকালীন প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালামের ঐকান্তিক প্রচেষ্ঠায় এই স্কুল প্রতিষ্ঠিত হয়। পোশাক শিল্প কারখানার অত্যাধিক শ্রমিকের আবাস অধ্যুসিত এলাকায় আরও বড় পরিসরে মনোরম পরিবেশে এই স্কুল স্থানান্তর ও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বিজিএমইএ’র পরিচালক এনামুল আজিজ চৌধুরী বলেন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সকল ধরণের শিক্ষা উপকরণ, জুতা, মৌজা, স্কুল ব্যাগ, স্কুল ইউনিফরম, নাস্তা প্রদানসহ সকল খরচ বিজিএমইএ বহন করে থাকে। এ বছরও অত্যান্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ইউনিফরম প্রদান নিশ্চিত করা হবে। তিনি তাঁর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান সোহেল সামাদ মেমোরিয়াল স্কলারশিপের পক্ষ থেকে স্কুলের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী বর্তমান নোয়াখালী সরকারি মেডিকেল কলেজের ছাত্র মামুন উর রহমানের এমবিবিএস ডিগ্রি শেষ না হওয়া পর্যন্ত মাসিক ৫ হাজার টাকা করে প্রদানের ঘোষণা দেন।
বিজিএমইএ স্কুলবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান আরশাদ উর রহমান বলেন, সমাজের অত্যাধিক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিত প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, নৈতিক মূল্যবোধ গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বিজিএমইএ স্কুল অবদান রেখে যাচ্ছে।
বিজিএমইএ স্কুলের সম্মানিত সদস্য ও সিটিজি ফোর ব্রাদার্স এ্যাপারেলস্্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম চৌধুরী উৎপল এবং এনামুল আজিজ চৌধুরীর প্রত্যক্ষ সহযোগিতায় এ বছর সকল ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ইউনিফরমের সকল উপকরণ প্রদান করবেন বলে প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন- বিজিএমইএ’র স্কুলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. করিম উল্লাহ চৌধুরী।









