
নিউজগার্ডেন ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্রগ্রামে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য মহাসমাবেশকে সফল করার লক্ষে চট্রগ্রাম মহানগর বিএনপি কর্তৃক গঠিত অভ্যর্থনা উপ – কমিটির প্রথম সভা নাসিমন ভবনস্থ দলীয় কার্য্যালয়ে কমিটির আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে নাজিমুর রহমান বলেন ২৫ তারিখের মহাসমাবেশ হবে গনতান্তিক আন্দোলনের মাইলফলক। সমাবেশের বার্তা নগরবাসীকে পৌছে দিতে হবে। প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় মহাসমাবেশে অংশগ্রহনের জন্য জনগনকে আহ্বান জানাতে হবে।
সর্বোচ্চ জনগনের অংশগ্রহন নিশ্চিত করতে হবে, আমাদের সকল প্রচেষ্টা হবে সুসৃংখলিত এবং নিরলস। তিনি অভ্যর্থনা উপ কমিটির সবাইকে আন্তরিক ভাবে কাজ করে মহাসমাবেশকে সফল করার জন্য উদাত্ত আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ন আহ্বায়ক কাজী বেলাল, হারুন জামান, নিয়াজ মোঃ খাঁন, সদস্য মোঃ ইকবাল চৌধুরী, জয়নাল আবেদীন জিয়া, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, মোঃ মহসিন, মোঃ জাফর আহমদ, এ. কে. খাঁন, মোঃ আবু মুসা, এম এ জিন্নাহ প্রমুখ।









