ঝিওরী প্রিমিয়ার লীগ আয়োজিত নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

নিউজগার্ডেন ডেস্ক: ঝিওরী প্রিমিয়ার লীগ আয়োজিত নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ সিজন-৩ এর ফাইনাল ম্যাচে দর্শকনন্দিত এক রোমাঞ্চকর লড়াইয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে বার আউলিয়া ক্রিকেট একাদশ।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় ঝিওরী চেয়ারম্যান ঘাটায় মরহুম জামাল উদ্দিন চৌধুরী ও মরহুম সইফুউদ্দিন চৌধুরী চেয়ারম্যানের সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনালে বার আউলিয়া ক্রিকেট একাদশ সুপার ওভারে ৩ রানের নাটকীয় জয় লাভ করে।
ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইতাছি কিং স্টার ক্রিকেট একাদশ। শুরুতে চাপের মুখে পড়লেও শেষ মুহূর্তে দলীয় অধিনায়কের মারমুখী ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ৫৩ রানের লক্ষ্য দাঁড় করায় তারা।
জবাবে ব্যাট করতে নেমে বার আউলিয়া ক্রিকেট একাদশও শুরুতে চাপে পড়ে। তবে পরবর্তী ব্যাটসম্যান কায়মুল দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। নির্ধারিত ওভার শেষে দুই দলের রান সমান হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে উত্তেজনা আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত নিয়ন্ত্রিত বোলিং ও সাহসী ব্যাটিংয়ের মাধ্যমে বার আউলিয়া ক্রিকেট একাদশ ৩ রানে জয় নিশ্চিত করে এবং টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয়।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফ মঈন উদ্দিন রেজা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ব্যুরো চিফ, এটিএন নিউজ এবং প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন তও্বধায়ক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, চট্টগ্রাম সিটি কর্পোরেশন; ইঞ্জিনিয়ার আশিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন; মোহাম্মদ আসিফ মহিউদ্দীন রেজা, আইনজীবী ও বিশিষ্ট ব্যবসায়ী এবং মোহাম্মদ শাফকাত বিন আমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ), চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

এসময় প্রধান অতিথি বলেন, এমন আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

মন্তব্য করুন