
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম -৮ আসনের বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সুষ্ঠু পরিবেশ। আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে প্রধান উপদেষ্টা তাঁর অঙ্গীকার পূরণ করবেন।
২০ জানুয়ারি (মঙ্গলবার) নগরীর পাঁচলাইশে একটি অভিজাত রেস্টুরেন্টে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিয়মকালে তিনি এসব কথা বলেন।
এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারণায় তাঁর উপর ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা, ঢাকায় হাদি হত্যা এবং গতকাল চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।
তিনি নির্বাচনের আগে বৈধ অস্ত্র অবৈধভাবে ব্যবহার বন্ধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ উল্লাহ বলেন, নির্বাচিত হওয়ার পর আমার প্রধান ও প্রথম কাজ হবে বহু প্রতীক্ষিত কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু করা।
মত বিনিময় সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহবায়ক এম এ আজিজ, কাজী বেলাল উদ্দিন, সফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন, সদস্য ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, আবুল হাসেম, ইস্কান্দর মির্জা, জাহাঙ্গীর আলম দুলাল, মো: মহসিন, খোরশেদ আলম, কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দিন আলম, মো: জাফর আহমদ, এম এ সবুর, নুরু উদ্দিন হোসেন নুরু, মো: আবু মুসা, মো: আজম, আশ্রাফুল ইসলাম, মো: ইউসুফ, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাবেক সাধারণ সম্পাদক মো: শাহেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবদল নেতা মাইনউদ্দিন শহীদ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, সাবেক যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতন, সাবেক সহ সভাপতি নাজিম উদ্দিন কমিশনার, সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সহ সভাপতি জি এম আইয়ুব খান,শ্রম বিষয়ক সম্পাদক আবু মুসা, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম শওকত, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: আজগর, সদস্য মেহেদী হাসান সুজন, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান, নুরুল করিম নুরু সহ অসংখ্য নেতৃবৃন্দ।









