
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি কালজয়ী আদর্শকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। সে আদর্শের নাম ইসলাম। ইসলাম সকল কালের সকল যুগের মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। এই আদর্শ সম্পর্কে এখনো মানুষ পুরোপুরিভাবে অবগত নয়। ইসলামী আদর্শ সম্পর্কে সকল মানুষ অবগত হলেই শ্রমিক কল্যাণের গণভিত্তি রচিত হবে। এক্ষেত্রে সর্বস্তরের শ্রমিকদের আন্দোলন সম্পৃক্ত করতে হবে।
তিনি আজ সন্ধ্যায় এল ব্লকে নগরের হালিশহর থানার কার্যালয় উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা সভাপতি মুহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন-এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী ও হালিশহর থানা জামায়াতের এসিসট্যান্ট সেক্রেটারি মঞ্জুরুল হক। এতে আরও উপস্থিত ছিলেন সিএনজি অটোরিক্সা সেক্টরের (উত্তর) সভাপতি বশির আহমদ, শ্রমিক নেতা শওকত আকবর, রিদওয়ানুল বারী শিবলু ও হামিদ হোসাইন আজাদ প্রমুখ।
এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া বিভিন্ন সমস্যা উত্তরনের জন্য প্রতিটি শাখার একটি কার্যালয় থাকা আবশ্যক। বিগত স্বৈরাচার সরকারের সময় আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আমরা উদ্ভাস্ত ছিলাম কিন্তু ঐই দুঃসময়েও শ্রমিকদের দাবি-দাওয়া পূরণে রাজপথে থাকার পাশাপাশি অন্য সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছি। আমি হালিশহর থানার নেতৃবৃন্দের কাছে প্রত্যাশা করব এই কার্যালয় অত্র থানার সকল শ্রমিকদের আশ্রয়স্থল হবে। শ্রমিকরা তাদের সেকেন্ড হোম হিসেবে এই কার্যালয়কে প্রাধান্য দিবে। শ্রমিকদের সুখ দুঃখে এই কার্যালয় থেকে মনিটিং করতে হবে। এই কাজটি করতে পারলে এই কার্যালয়ের কার্যক্রম সার্থকতা পাবে।
তিনি আরও বলেন, ইসলাম শ্রমিকদের দুনিয়া ও আখিরাতে সমানভাবে গুরুত্ব দিয়েছে। আমাদের প্রিয় নবী (সা.) বলেছেন, মজুরের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে তার পাওনা পরিশোধ করতে। এর মাধ্যমে মূলত তিনি দুনিয়ায় শ্রমিকদের অধিকার কে বুলন্দ করেছেন। আবার তিনি অন্যত্র বলেছেন, গরিব মিসকিন অসমীকদের সাথে, গরিব মিসকিন ও সৎ ব্যবসায়ীদের তার হাশর হবে। আমাদের নবীর সাথে যার হাশর হবে তিনি নিঃসন্দেহে পরকালের সম্মানিত হবেন। সুতরাং আমরা বলতে পারি ইসলামই একমাত্র ধর্ম যারা শ্রমিকদের দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেছে।