মানুষ এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে: আবুল হাশেম বক্কর

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫ বছর আওয়ামী লিগের কারণে মানুষ ভোট দিতে পরে নাই। গণঅভ্যুত্থানে ফ্যসিবাদের পতনের পর গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। মানুষ এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তবে কয়েকটি রাজনৈতিক দল নানা অজুহাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ফন্দিফিকির করছে। কখনও পিআর, কখনও গণভোট, কখনও জুলাই সনদ নিয়ে তাদের আচরণ শিশুসুলভ এবং দুরভিসন্ধিমূলক। বিভিন্ন জটিল বিষয়কে পরিকল্পিতভাবে ইস্যু বানিয়ে আসন্ন সংসদ নির্বাচনকে বিলম্বিত করতে অপতৎপরতা চালাচ্ছে।

তিনি মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কাজীর দেউরী কাচা বাজার এলাকায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠ‌নের লক্ষে ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। আলোচনার সময় তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা দাবির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন।তাদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সম্বলিত তারেক রহমানের ৩১ দফাসহ জন কল্যাণে বিএনপির আগামী পরিকল্পনা সমেত লিফলেট তুলে দেন।

তিনি বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রণীত ‘জুলাই সনদ’ তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন। জুলাই সনদের মাধ্যমে জাতীয় ঐক্য গঠনে বিএনপি আন্তরিকতার প্রমাণ দিলেও কয়েকটি রাজনৈতিক দল ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠতে পরেনি। চূড়ান্ত সময়েও তারা নানা শর্ত আরোপ করে জাতিকে হতাশ করছে। বিএনপি জনগণের রায় নিয়ে সরকার গঠন করে জুলাই সনদ এবং বিএনপির ৩১ দফার পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে।

তিনি সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে খোলা মন নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

১৫ নং বাগম‌নিরাম ওয়ার্ড বিএন‌পির আহবায়ক চৌধুরী সাইফউ‌দ্দিন সি‌দ্দিকী রা‌সেলের সভাপ‌তিত্বে ও সা‌বেক সাধারন সম্পাদক আলহাজ্ব আবু ফ‌য়ে‌জের প‌রিচালায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক ইয়া‌ছিন চৌধুরী লিটন, মহানগর ম‌হিলা দ‌লের সভাপ‌তি ম‌নোয়ারা বেগম ম‌নি। বক্তব‌্য রা‌খেন মহানগর বিএন‌পি নেতা শাহ আলম, শহীদুল ইসলাম চৌধুরী, শ‌ফিক আহমদ, র‌ফিক সরদার, ওয়ার্ড বিএন‌পির সা‌বেক সভাপ‌তি রা‌সেল পার‌ভেজ সুজন, ওয়ার্ড বিএন‌পির সদস‌্য স‌চিব সরওয়ার উ‌দ্দিন, বিএন‌পি নেতা শামসুল আ‌নোয়ার, জামাল সরদার, শাহ জাহান, মো. না‌ছির উ‌দ্দিন, নাদিয়া তাস‌লিম নিপা, মো. মামুন, জাহাঙ্গীর বাদশা, মো. জা‌বেদ, ম‌নির হো‌সেন, অঙ্গ সংগঠ‌নের নেতুবৃন্দ তাস‌লিমা বেগম, মো. ইদ্রিস সবুজ, ,মো. আনাস, আলতাজ বেগম, সায়রা বেগম, জাহানারা বেগম জানু, আবুল হো‌সেন, সালাউ‌দ্দিন, ফজল আলী, মো. জালাল উ‌দ্দিন, ‌মো. রু‌বেল, শিউলী আকতার, মো. কায়সার, দুঃখ মিয়া, মির্জা রা‌জিব, রা‌শেদুল ইসলাম রিপন, মো. আ‌নোয়ার, ফজর আলী প্রমূখ।

মন্তব্য করুন