
নড়িয়া গ্রুপের চেয়ারম্যান সবুজ মুন্সী বলেন,যে আইন ব্যবসায়ীর স্বার্থ রক্ষা না করে বরং ব্যবসাকে ধ্বংসের পথে ঠেলে দেয়, সেই আইন আমরা কখনোই বাস্তবায়ন করতে দেবো না।
এই বৈষম্যমূলক ও বাস্তবতাবিবর্জিত আইনের বিরুদ্ধে আমরা ঢাকায় জোরালো ও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবো।
আমরা আন্দোলনের ডাক দিলে-দেশের প্রতিটি নিবন্ধিত ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মীরা ঢাকায় উপস্থিত হবেন।
তিনি আরও বলেন,ট্রাভেল এজেন্সি সেক্টরে কোনো সিন্ডিকেট নেই।
আমরা সবাই উদ্যোক্তা, সবাই ব্যবসায়ী।
এই সেক্টর B2B মডেলের মাধ্যমে হাজারো নতুন উদ্যোক্তা তৈরি করেছে।
বড় ট্রাভেল এজেন্সিগুলো ছোট ছোট উদ্যোক্তা গড়ে তুলেছে,
ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করেছে
এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো,যখন অপরিপক্ক, বাস্তবতা-বিচ্ছিন্ন ও মাঠপর্যায়ের অভিজ্ঞতাহীন মানুষদের হাতে আইন প্রণয়ন হয়,তখন সেই আইন উন্নয়ন আনে না,
বরং একটি সম্ভাবনাময় শিল্পকে ধ্বংস করে।
আমরা কোনো অপেশাদার সিদ্ধান্তের কাছে আমাদের পরিশ্রম, বিনিয়োগ ও ভবিষ্যৎ তুলে দেবো না।









