নিউজ ডেস্ক

 “একতরফা নির্বাচনের চেষ্টা প্রতিহত করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে”

নিউজগার্ডেন ডেস্ক সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ১দফা দাবি ও নির্বাচনী তপসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা হরতাল চলাকালে চট্টগ্রামে নগরীর পাহাড়তলী থানা যুবদলের আহবায়ক কুতুব উদ্দিন কুতুব, হালিশহর থানাধীন ২৭ নং ওয়ার্ড যুবদল নেতা মাঈনুদ্দিন আহমেদ মানিকসহ যুবদল নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
নেতৃদ্বয় যৌথ এক বিবৃতিতে বলেন, মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার হরণ করা, বিএনপির কর্মীদের গুম-খুন, গণগ্রেপ্তারসহ নিষ্ঠুর ফ্যাসিবাদী দমন-পীড়নের পাশাপাশি এখন নেতাকর্মীদের নিরপরাধ আত্মীয় স্বজনদের হয়রানি করা হচ্ছে।
এভাবে জুলুম নির্যাতন, হামলা, মামলা বা গ্রেপ্তার অভিযান চালিয়ে বর্তমান সরকার তার স্বৈরাচারী শাসন দ্বারা জনগণের মানবাধিকার হরণ করে রাষ্ট্রের বিচার ব্যবস্থা ও সব সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করেছে। এমন বাস্তবতায় আপসহীন লড়াইয়ের মধ্য দিয়ে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

বিবৃতিতে তারা বলেন, নেতাকর্মীদের যেভাবে সাঁড়াশি অভিযান চালিয়ে গণগ্রেফতার করা হচ্ছে তাতে এটি সুস্পষ্ট যে আগামী নির্বাচন যেনতেন প্রকারে অনুষ্ঠিত করে আবারো রাষ্ট্রক্ষমতা দখলে নিতে বদ্ধপরিকর এই বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী।

জনগণের দাবি আদায়ের চলমান হরতাল-অবরোধ আন্দোলন সংগ্রামকে বন্ধ করতে এসব গ্রেপ্তার, হয়রানি করা হচ্ছে। নেতৃদ্বয় অবিলম্বে পাহাড়তলী থানা যুবদলের আহবায়ক কুতুব উদ্দিন কুতুব, যুবদল নেতা মাঈনুদ্দিন আহমেদ মানিকসহ দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

 

 

মন্তব্য করুন