নিউজ ডেস্ক

ফটিকছড়িতে বাড়ির চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

ফটিকছড়ি সংবাদ দাতা: উপজেলা ফটিকছড়ির দক্ষিন সুন্দরপুর গ্রামের হাজী বাছা মিঞা বাড়ির চলাচলের পথ বন্ধ করে দিয়েছে আজগর আলী গং।

মোহাম্মদ শফি গং অভিযোগে জানান, পূর্ব শত্রুতার জের ধরে মৃত আহমদর রহমানের পুত্র আজগর আলী শফি গংদের বাড়ির একমাত্র চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় উক্ত বাড়ির লোকজন চলাফেরা করতে খুবই অসুবিধার সম্মূখীন হয়ে পড়েছে। এ ঘটনায় দুপক্ষের মধ্যে মামলা-অভিযোগ হলেও আজগর আলী আইনগত ব্যবস্থা অমান্য করে জোরপূর্বকভাবে একমাত্র বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে বলে শফি গং জানান। শফি গং আরো জানান, স্থানীয় চেয়ারম্যান মো: শাহনেওয়াজ সরেজমিনে তদন্তপূর্বক আজগর আলী গংদের কে উক্ত রাস্তা বন্ধ না করার নির্দেশ প্রদান করেছে।

বর্তমানে আজগর আলী গং স্থানীয় চেয়ারম্যানের আদেশ নির্দেশ অমান্য করে উক্ত বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। ফলে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ চলছে। হাজী বাছা মিঞ্রা পরিবারের সকল সদস্যরা উক্ত পথ উন্মুক্ত করে চলাচলের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কতৃপক্ষের নিকট আকুল আবেদন জানান।

 

মন্তব্য করুন