নিউজগার্ডেন ডেস্ক: তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীর ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল বিএনপি ভাইস চেয়ারপারসন দীপক কুমার পালিত, চট্টগ্রাম – ৮ আসনের এমপি পদপ্রার্থী সন্তোষ শর্মা ও চট্টগ্রাম- ৯ আসনের সুজিত সরকার।
আজ বুধবার (২৩ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে তারা এ নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরীকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানান।
তৃণমূল বিএনপি নতুন একটা রাজনৈতিক দল। তৃণমূল বিএনপি কোন ধরনের দুর্নাম নেই। তৃণমূল বিএনপি’র প্রধান প্রতিপাদ্য বিষয় হল সুস্থ রাজনীতি ও সুশাসনের অঙ্গীকার। উল্লেখ্য যে, শমসের মবিন চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা।