নাগরিকের যে অধিকার ছিন্নমুলবাসীরও একই অধিকার: কে. এম. রফিকুল ইসলাম

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ আয়োজিত শিশু শ্রম, বাল্য বিবাহ প্রতিরোধ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে এক মতবিনিময় সভা আজ ২৫ নম্বেভর ২০২৪, সোমবার বিকাল ৩ টায় এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি ছাইদুল হক ছাদু এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন, সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সীতাকু- মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান, রাজনৈতিক ব্যক্তি ও সমাজ সেবক রোকন উদ্দিন মেম্বার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সীতাকুন্ডের ছলিমপুরের জঙ্গল ছলিমপুরে গড়ে উঠা ছিন্নমূল এলাকায় প্রায় দেড় লক্ষ মানুষের বসবাস। তারাও বাংলাদেশের নাগরিক। এই দেশে তারাও সামাজিক মর্যাদায় বসবাস করুণ। তারা নাগরিক সুবিধা থেকে যাতে বঞ্চিত না হয় সে বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন এবং তিনি আরো বলেন এখানে যাতে স্বাস্থ্য সেবা, যাতায়াত সেবা এবং স্কুল কলেজ এর উন্নয়ন হোক তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আমাদের দেশে বাল্য বিবাহ একটা মারাত্মক ব্যাধি হয়ে উঠেছে তা প্রতিরোধ করতে হবে এবং শিশু শ্রম বন্ধের জন্য সবাই এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সীতাকুন্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে আপনারা সব সময় যে সহযোগিতা করেছেন ঠিক একই ভাবে মাদক দ্রব্যের বিষয়ে আমাদেও সবাই কে সচেতন হতে হবে। আমাদেও যুব ও তরুণ সমাজ ধ্বংসের শেষ প্রান্তে কারণ তারা এখন মাদকের পিছনে ছুটছে তাদের সেই পথ থেকে ফিরানো আমাদের সকলের দায়িত্ব।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের নেতা নুরুল হক ভান্ডারী, ডাঃ জামাল, বাচ্চু মিয়া, হেলাল উদ্দিন, মিজানুর রহমান রাজু, ফয়েজ মিয়া, ইউসুফ মানিক, মোঃ জহির, ডাঃ নয়ন, এম এম সালাম, সুর্বণা মজুমদার, ইয়াসিন, লুৎফুর রহমান, রিদুয়ান, ফাতেমা বেগম প্রমূখ।

মন্তব্য করুন