
নিউজগার্ডেন ডেস্ক: দীর্ঘদিন কোনো কমিটি না থাকায় বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করতে সংগঠনের কার্যালয়ের দফতরে বৈঠকে বসছেন সংগঠনের কয়েকজন জৈষ্ঠ্য সদস্য। বৈঠকে বসার কিছুক্ষণের মধ্য হঠাৎ কক্ষের দরজা ধাক্কা দিয়ে ঢুকেন সংগঠনের সদস্য সোহান আহমেদ টিটুর নেতৃত্বে অজ্ঞাতনামা আরও তিনজন লোক। ঢুকার পর বৈঠকে বসা উপস্থিত জৈষ্ঠ্য সদস্যেদের মারধর শুরু করেন তারা। মারধরের এক পর্যায়ে তিনজনকে টেনে নিচে নিয়ে যায়। কার্যালয়ে না আসার জন্য হুমকি দিয়ে আহতদের বের করে দেন। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গত শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রামে দ্বিতীয়তলায় কার্যালয়ের সেক্রেটারির কক্ষে এ ঘটনা ঘটে। গতকাল রোববার রাতে এ ঘটনায় কোতোয়ালী থানায় জিডি করেন ভুক্তভোগী মো. সাখাওয়াত হোসেন।
তারা হলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক ওয়ার্কশপ ম্যানেজার ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক এডিশনাল চীফ ইঞ্জিনিয়ার প্রকৌশলী মো. দুলাল হোসেন ও প্রকৌশলী জাহাঙ্গীর আলম। তিনজনই আইইবি’র জৈষ্ঠ্য সদস্য।
সুত্র বলছে, শনিবার সন্ধ্যায় সেক্রটারির কক্ষে হামলার মূল হোতা হিসেবে রয়েছেন প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহ। কমিটির প্রস্তুতিমূলক বৈঠক ভন্ডুল করতে পরিকল্পিতভাবে চালায় এই হামলা।
হামলার বিষয়ে জানতে চাইলে মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘আইইবিতে বর্তমানে কোনো কমিটি নেই। কিভাবে কমিটি করা যায়, সে বিষয়ে প্রস্তুতিমূলক একটি বৈঠক করতে বসছি সেক্রেটারির রুমে। আমরা তিনজন আসছি। আরও কয়েকজন আসার পথে ছিল। হঠাৎ একজন এসে দরজা ধাক্কা দিয়ে ঢুকে পড়েন প্রকৌশলী টিটু সহ আরও তিনজন। ভেতরে প্রবেশ করে মারধর শুরু করেন আমাদের। বলা হয়, এখানে কোনো মিটিং হবে না, চলে যান।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী শহিদুজ্জামান কিরণ বলেন, ‘আমি এগুলো জড়িত না। হামলা ঘটনায় নিন্দা প্রকাশ করছি। এসব কাজকে ঘৃণা করি।’
অভিযোগের বিষয়ে সোহান টিটু বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমরা উপরে টেনিস খেলছিলাম। এখানে কোনো মারধরের ঘটনা ঘটেনি।’
ঘটনার পর সিসিটিভির ফুটেজ ডিলেট করার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘এই বিষয়ে কোনো উত্তর না দিয়ে প্রতিবেদককে সরেজমিনে গিয়ে বিষয়টি দেখার পরামর্শ দেন তিনি।’
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আবদুল করিম। তিনি বলেন, ‘যেহেতু বিষয়টি ওনাদের ইন্টারনাল। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’